× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে হাসি ফুটলো আশিকুরের

বাংলারজমিন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ জুন ২০১৯, বুধবার

 আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও অফিসের তত্ত্বাবধানে ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্পের অধীনে সুবিধাভোগী পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। সোমবার দুপুরে রমনা মডেল ইউনিয়নের শরীফেরহাট হাজিপাড়া এলাকায় মৃত জেহার উদ্দিনের ছেলে আশিকুর রহমানের গৃহনির্মাণের মধ্য দিয়ে শুরু হয় কাজের সূচনা। সোমবার গৃহনির্মাণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকার, রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগর আলী সরকার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে এবারে ৭২টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহনির্মাণ সামগ্রী ইট, পাকা পিলার, টিন, দরজা ও জানালা বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. জবাইদুল ইসলাম। এছাড়াও গৃহনির্মাণের শ্রমিকের খরচও বহন করা হবে প্রকল্পের পক্ষ থেকে। ঘর নির্মাণের সামগ্রী পেয়ে আনন্দে অশ্রু ফেলেন আশিকুর রহমান। এ সময় আশিকুর রহমান বলেন, আগে একটি ভাঙ্গা ছাপড়ায় থাকতাম সরকারের সহযোগিতায় একটা আশ্রয়ের ঠিকানা পেলাম এখন বউ-বাচ্চাদের নিয়ে আল্লাহর রহমতে ভালোই থাকা যাবে।
এর আগে ১০৮টি পরিবারকে একই প্রকল্পের অধীনে একই সুবিধা দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর