× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘৩০ রান করার পর চাপটা ছিল না’

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, বুধবার

বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ের দুই ‘নায়ক’ সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। ব্যাট হাতে ৯৯ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন সাকিব। আর ৬৯ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। বিশ্বকাপে এটা ছিল লিটনের অভিষেক ম্যাচ। চাপটা থাকবে সেটাই স্বাভাবিক। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে ছিলেন জানালেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথমে ব্যাট করতে নেমে চাপে ছিলাম।
আমি নার্ভাস ছিলাম। আমার মনে হচ্ছিল সবকিছুই আমার বিপক্ষে। কিন্তু যখন আমি ৩০ রান করলাম, তারপর চাপটা ছিল না। আমি ভালোভাবেই উইকেটে মানিয়ে নিয়েছিলাম। তখন মনে হচ্ছিল আমি এখন খেলতে পারবো।’ মাঠে লিটনকে চাপ সামলাতে সাহায্য করেছেন সাকিব। ম্যাচ শেষে লিটন বলেন, ‘চাপ সামলাতে সাকিব ভাই আমাকে সাহায্য করেছে। সাকিব ভাই আমাকে বললেন, আমি যদি উইকেটে থাকি তাহলেই রান পাবো। আমরা সব সময় রান করতে চাই। আবার পার্টনারকেও রান করার সুযোগ দেই, কারণ এটা দলীয় খেলা। আমি যখন রান করছিলাম তিনি (সাকিব) খুশি হচ্ছিলেন। আমি যখন ফিফটি করলাম, তিনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি জানেন আমি নতুন, তাই আমাকে চ্যালেঞ্জ নেয়ার পথ দেখিয়ে দিলেন। আমাকে অনেক সাহায্য করেছেন তিনি।’ বাংলাদেশের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। আগামী ২০শে জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। সে ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘তারা এশিয়ার দলগুলোকে শর্ট বল করার চেষ্টা করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০টা শর্ট বলের মধ্যে ৫-৬টি খেলতে পেরেছি। তারাও শর্ট বল দিয়ে আমাদের চাপে ফেলতে চাইবে। তাদের দলে দ্রুতগতির বোলার আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যেভাবে শর্ট বল মোকাবিলা করেছি, সেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শর্ট বল মোকাবিলা করতে হবে। শর্ট বলের ওপর আরো ফোকাস করতে হবে।’ জাতীয় দলের হয়ে ২০১৫ সালে অভিষেকের পর  ২৯টি ওয়ানডে খেলেছেন লিটন। ৮৮ স্ট্রাইক রেটে ৬৭৮ রান সংগ্রহ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্যারিয়ারে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি আছে তার ঝুলিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর