× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজস্ব আদায়ে রেকর্ড ময়মনসিংহ ট্রাফিক বিভাগের

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

 সরকারের রাজস্ব আদায়ে রেকর্ড করেছে ময়মনসিংহ পুলিশের ট্রাফিক বিভাগ। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ৯ মাসে ৪ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৫১১ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যা বিগত বছরের চেয়ে দুই কোটি টাকা বেশি। গত ৯ মাসেই ৩২ হাজার ২৭১টি মামলা করা হয়েছে। ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক কাজী আসাদুজ্জামান এ তথ্য জানান। খাতগুলো হচ্ছে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, অটো, মাহেন্দ্রসহ ভারী ও হাল্কা যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন ও জরিমানা আদায়। কাজী আসাদুজ্জামান বলেন, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের ১৪ই আগস্ট পর্যন্ত ময়মনসিংহে ইজিবাইক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন থেকে বিপুল জরিমানাসহ রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে এই তিন বাহনের মোট ৬ হাজার ২৯৫ মামলায় জরিমানা আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৪৫০ টাকা।
এ পরিসংখ্যান তুলে ধরে ওই ট্রাফিক পরিদর্শক বলেন, জেলা সদরে অফিসার ও কর্মচারী মিলে ৯২ জন সদস্য নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে সরকারের রাজস্ব বৃদ্ধিসহ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। জেলা সদরে যানজটের অন্যতম কারণ অবৈধ ইজিবাইক ও ভাঙাচোরা রাস্তা। পাশাপাশি রাস্তায় প্রতিনিয়ত নতুন নতুন যানবাহন নামাচ্ছেন মালিকরা। কিন্তু রাস্তা আগের মতোই সরু। এগুলো মেরামত ও প্রশস্তকরণের উদ্যোগ নেই। ট্রাফিক বিভাগের জনবল দ্বিগুণ করা হলে রাজস্ব আয় দ্বিগুণ হবে এবং যানজট সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে। কাজী আসাদুজ্জামান বলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের যানজট নিরসনে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। ময়মনসিংহ সিটি করপোরেশন এব্যাপারে আন্তরিক সহযোগিতা করলে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি আরো বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অধিকাংশ সড়ক ও জনপথ বিভাগের। সড়কে কোনো সমস্যা হলে সড়ক বিভাগের কোনো সহযোগিতা পায় না। যে কারণে যানজট নিরসনে সমস্যা হচ্ছে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের পরামর্শ ও নির্দেশক্রমে ট্রাফিক বিভাগের কার্যক্রম আগের চেয়ে গতিশীল হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর