× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


১৭ জুলাই ২০১৯, বুধবার

চ্যানেল আইতে ‘দেশ-বিদেশে রান্না’
কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘দেশ-বিদেশে রান্না’। অনুষ্ঠানে দেখানো হয় দেশের বিভিন্ন জেলার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে তাদের আঞ্চলিক খাবার রান্না ও পরিবেশন। অনুষ্ঠানটিতে আরো দেখানো হয় বিদেশে অবস্থানরত বাঙালি রন্ধনশিল্পীরা কীভাবে বিদেশে দেশীয় রান্না করেন ও পরিবেশন করেন। তাও কেকা ফেরদৌসী বিভিন্ন দেশে গিয়ে সেসব রান্না দেশের দর্শকদের জন্য উপস্থাপন করছেন। চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এনটিভিতে ‘ফ্যামিলি ক্রাইসিস’
এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, রোজী সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল খান, মুকিত জাকারিয়া, ডিকন নূর, শামীম হাসান সরকার, তামিম মৃধা, আফরিন শেখ রাইসা, সারিকা সাবা, সৌমিক, মিথিলা, রিয়া প্রমুখ।

বাংলাভিশনে ‘মিউজিক ক্লাব’
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী মেহরাব ও আর্নিক। সরাসরি সমপ্রচার নির্ধারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।

মাছরাঙা টেলিভিশনে ‘ডন’
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ডন’। মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, আবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল, তেরেসা চৈতিসহ আরো অনেকে। ঘটনাস্থল নেপাল। এখানেই ডন তার সাম্রাজ্য গড়ে তুলেছে। ডন এক রহস্যের নাম, ভীতি আর আতঙ্কের নাম। সর্বত্র আলোচনা ডনকে নিয়ে। উপর মহলের ঘুম নেই। ডনকে খুঁজে বের করতে পুলিশের নাভিশ্বাস।

বৈশাখী টেলিভিশনে ‘রসের হাঁড়ি’
বৈশাখী টেলিভিশনে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি’। অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সিদ্দিক, আ খ ম হাসান, অহনা, নাবিলা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সাঈদ বাবু, অলিউল হক রুমি,নাজিরা মৌ, অরিন, সানজিদা তন্বি, আকাশ রঞ্জন প্রমুখ। নাটকটির গল্প টিপু আলমের। আর আকাশ রঞ্জনের রচনায় পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

দীপ্ত টিভিতে ‘মান-অভিমান’
দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। এর গল্পে দেখা যাবে, রাহাতের বোনেরা জানতে পারে পুরোনো বাড়ি ফিরে পেতে রানুদের টাকার দরকার। সেই সুযোগে তারা রাহাতের দেয়া আংটি গোপনে বিক্রির পরামর্শ দেয় রানুকে; যাতে রাহাত আর রানুর মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু রানু কিছুতেই ভালোবাসার চিহ্ন মুছে ফেলতে চায় না। শেষ পর্যন্ত তাদের বাড়ি ফিরে পেতে রানু কি বিয়ের আংটি বিক্রির সিদ্ধান্ত নেবে? জেন অস্টেন রচিত 'প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত এ ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান ও  সংলাপ সরোয়ার সৈকত। আশিষ কুমার রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর