× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে পরিবহন ধর্মঘটে ভোগান্তি

বাংলারজমিন

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, বুধবার

শ্রীমঙ্গলে গতকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সন্ধ্যায় স্থগিত করা হয়েছে। তবে আকস্মিক এই কর্মবিরতির ফলে দিনভর যানবাহন না পেয়ে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষজন দুর্ভোগে পড়েন। সোমবার রাত সাড়ে ১০টায় শহরে মাইকিং করে উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতির ডাক দেয়।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মণ্ডলের অপসারণের দাবিতে শ্রমিকদের তিনটি শ্রমিক সংগঠন এই কর্মসূচি পালন করছে। একই দাবিতে বিকাল ৪টায় শহরের চৌমোহনায় শ্রমিক সমাবেশেরও ডাক দেয়া হয়েছে। সমাবেশে স্থানীয় ও জেলার পরিবহন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। কর্মবিরতির ডাক দেয়া তিনটি সংগঠনের মধ্যে রয়েছে জিপ, লাইটেস, কার-মাইক্রোবাস-মিনিবাস-বাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
শ্রমিক নেতাদের অভিযোগ, সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মণ্ডলের নেতৃত্বে পুলিশ মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় প্রতিদিন যানবাহনের কাগজপত্র পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। দাবিকৃত চাঁদা না দিলে মামলা দেয়াসহ চালকদের সঙ্গে তিনি (নান্নু মন্ডল) অসৌজন্যমূলক আচরণ করছেন।
কার-মাইক্রোবাস-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ময়না মিয়া বলেন, গত ১৫ই জুন সাতগাঁও হাইওয়ে পুলিশ আমাদের এক পরিবহন শ্রমিকের লাশের গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে।
এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করি। তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করি। কিন্তু একমাসেও এর সুষ্ঠু বিচার পাইনি। ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, গত ১৫ই জুনের ঘটনার পর থেকে সাতগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো বেপরোয়া হয়ে উঠেছেন। সড়কে তার নৈরাজ্য, চাঁদাবাজি আরো বেড়ে গেছে। তাই বাধ্য হয়েই আমরা এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। তবে যেহেতু আগে থেকে কর্মবিরতির বিষয়টি প্রচার করা হয়নি তাই দূরপাল্লার গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না। দাবি পূরণ না হলে আজ (বুধবার) থেকে দূরপাল্লার গাড়িও শ্রীমঙ্গলে চলাচল করবে না। এদিকে হঠাৎ করে রাস্তায় যানবাহন না পেয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। জেলার কমলগঞ্জ, ভানুগাছ, মৌলভীবাজার সদরসহ বিভিন্ন এলাকার অফিস যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। বাস-মিনিবাস-অটোরিকশা না পেয়ে এইসব যাত্রীরা মোটরচালিত রিকশা কিংবা টমটম ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন। মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরাও যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। শিক্ষার্থীদের অনেকেরই পরীক্ষা ছিল। অসহায়ত্ব প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে ধর্মঘট ডাকাটাও তো বেআইনি। এসব নৈরাজ্য দেখার কী কেউ নেই? বলে প্রশ্ন তোলেন তিনি। উপজেলার অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা সিএনজি না পেয়ে হেঁটে অনেকেকে চলাচল করতে দেখা গেছে। এদিকে সন্ধ্যায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা। একই সঙ্গে দাবি-দাওয়া মানা হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
 
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মণ্ডল বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উল্টো পরিবহন শ্রমিকরাই সড়কে নিয়ম আইনকানুন না মেনে যানবাহন চালাচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ রাখা হয়েছে, যাতে কেউ দূরপ্লালার যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর