× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

অন্যরকম আয়োজনে শহীদুল্লাহ ফরায়েজীর জন্মদিন উদ্‌যাপন

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৯ জুলাই ২০১৯, শুক্রবার

১৭ই জুলাই ছিল বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর জন্মদিন। এ প্রজন্মের গীতিকবি, উপস্থাপিকা ও অভিনেত্রী অধরা জাহানের উদ্যোগে  অন্যতম এক আয়োজনে উদ্‌যাপন করা হয় দিনটি। শহীদুল্লাহ ফরায়েজীকে শুভেচ্ছা জানাতে ও তাকে নিয়ে কিছু কথা বলতে  সেদিন সেগুন বাগিচার অ্যাডর্ন পাবলিকেশনে বিকালে ছিল এ আয়োজন। এতে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ, সাংবাদিক কাজী রফিক, সংগীতশিল্পী শুভ্রদেব, রবি চৌধুরী, মৌটুসী পার্থ, নূরজাহান আলিম, জাহাঙ্গীর আহমেদ, নাট্য পরিচালক মোহন খানসহ আরো অনেকে। তারা প্রত্যেকেই শহীদুল্লাহ ফরায়েজীর বর্ণাঢ্য জীবন নিয়ে কথার স্মৃতিমালা তুলে ধরার পাশাপাশি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলের শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগাপ্লুত শহীদুল্লাহ ফরায়েজী বলেন, আমি অধরা জাহানের কাছে কৃতজ্ঞ। তার কারণেই আমার এবারের জন্মদিনটি বিশেষায়িত হয়ে উঠলো। সত্যি আমি আবেগাপ্লুত।
সবাই আমাকে এতো ভালোবাসে তা নতুন করে আবারো উপলব্ধি হলো। আমার জন্য সবাই দোয়া করবেন।  অধরা জাহান বলেন, এই আয়োজনটি করতে পেরে আমি অনেক আনন্দিত। একজন শহীদুল্লাহ ফরায়েজী আমার কাছে প্রথমত মানবিকতার বিদ্যালয়। সত্য আর সুন্দরের জীবন্ত আলোক মশাল। অসম্পূর্ণ উপন্যাস। যে মানুষটিকে পাঠ করার ক্ষেত্রে শুরুটা হয়তো করা যায় কিন্তু শেষটা যে কোথায় তা পেতে গেলে আরো কয়েকটি জন্মের প্রয়োজন।  যার আলোয় জীবনের  গভীর থেকে গভীরতম অতল সৌন্দর্যে পাড়ি দেয়া যায় সহস্র জীবন।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর