× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হুমায়ূন আহমেদ স্মরণে

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৯ জুলাই ২০১৯, শুক্রবার

বাংলা সাহিত্যের জাদুকর জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর বিভিন্নস্থানে তার ভক্ত, সুহৃদ, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এ ছাড়া টিভি চ্যানেলগুলোতেও থাকছে বিভিন্ন আয়োজন। এর মধ্যে চ্যানেল আইতে আজ রাত ৭ টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের ‘মারো চিকা মারো’ গানের নাটক ‘প্যাকেজ সংবাদ’। গানটি তৈরি করেছিলেন মকসুদ জামিল মিন্টু। ইমপ্রেস টেলিফিল্মের কারিগরি সহযোগিতায় নাটকটি পরিচালনা করেছিলেন শামীমা নাজনীন। এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিন, আবদুল কাদের, শমী কায়সার, তিশা, আতাউর রহমান, ওয়াহিদা মল্লিক জলি, আমীরুল হক চৌধুরী, নাজমা আনোয়ার, খালিদ মাহ্‌মুদ মিঠু প্রমুখ। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘হুমায়ূন সমীপে’।
শৌর্য দীপ্ত সূর্য’র রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, শিল্পী সরকার অপু, আহসান কবির প্রমুখ। সাদিয়া শিমুলের উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘দিন প্রতিদিন’র বিশেষ পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে। প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম শুধু হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকই ছিলেন না, ছিলেন বন্ধু, ভ্রমণ ও আড্ডা-সঙ্গীও। হুমায়ূন আহমেদের মৃত্যুাবার্ষিকীতে বিশেষ ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিনি। বলেছেন হুমায়ূন আহমেদের সঙ্গে ব্যক্তিগত পরিচয়সহ নানান গল্প, করেছেন স্মৃতিচারণ। ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠান বাংলাভিশনে প্রচার হবে আজ বেলা ১২টা ৫ মিনিটে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করা হয়েছে। শাওন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ। ২০১২ সালের এই দিনে নিউ ইয়র্কের একটি হাসপাতালে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। এই গুণী লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের ব্যস্ততায় তিনি অধ্যাপনা ছেড়ে দেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও চলচ্চিত্রকার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক। তার অন্যতম উপন্যাসগুলো হচ্ছে ‘নন্দিত নরকে’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘আগুনের পরশমণি’, ‘আমরা কেউ বাসায় নেই’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’ প্রভৃতি। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’ প্রভৃতি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর