× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

হল ফিরে পেলো ছন্দ-আনন্দ কর্তৃপক্ষ

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার

রাজধানীর ফার্মগেটে ছন্দ ও আনন্দ নামে জোড়া সিনেমা হল দীর্ঘ সাত বছর পুলিশের জিম্মায় ছিল। তবে এর মালিকপক্ষ আল্পনা ছায়াচিত্র লিমিটেড হাইকোর্টের নির্দেশে সম্প্রতি হল ফিরে পায়। গত ৯ই মে হাইকোর্টের রায়ে সিনেমা হল দুটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সিনেমা হলে দায়িত্বরত জেনারেল ম্যানেজার শামসুদ্দিন এই তথ্য জানান। তিনি জানান, ফার্মগেটে অবস্থিত এই প্রেক্ষাগৃহ দুটির জমি ডেসটিনি কর্তৃপক্ষ কিনে নিয়েছিল। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জমিটি সরকার জব্দ করে। পাশাপাশি হলগুলোর নিয়ন্ত্রণও নিয়ে নেওয়া হয়। ফলে এতদিন পুলিশের তত্ত্বাবধানে হল দুটি পরিচালিত হয়েছে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এগুলো এখন আমরা ফিরে পেয়েছি। আধুনিক প্রজেকশনসহ সিনেমা হলের সংস্কার কাজ  করানো হবে বলেও জানান তিনি। জানা যায়, এখন থেকে ছন্দ ও আনন্দ দুটিতে চলচ্চিত্র নিয়মিত চলবে। এরমধ্যে ছন্দে পুরনো ও আনন্দ প্রেক্ষাগৃহে নতুন ছবি দর্শকরা উপভোগ করতে পারবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর