× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

টিভি চ্যানেলে জাতীয় শোক দিবস

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের সব টিভি চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠান। এসবের মধ্যে বিটিভিতে সকাল ৬টা ৩০ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আন্তঃবাহিনীর গার্ড অব অনার সম্প্রচারের মধ্য দিয়ে শুরু হয়েছে শোক দিবসের অনুষ্ঠান। সকাল ১০টায় থাকছে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান। বিকেল ৪টায় প্রচার হবে আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও আলেখ্যানুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান। ‘কারাগারের রোজনামচা’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রাত ১১টা ১৫ মিনিটে থাকছে অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’।
এটিএন বাংলায় সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’। সহিদ রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। এতে অভিনয় করেছেন রওনক হাসান, হিমি, আজাদ আবুল কালাম, মিজানুর রহমান প্রমুখ। চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘৭৫-এর ডায়েরি’। রচনা সহিদ রহমান, পরিচালনায় সুমন ধর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, শাহাদাৎ হোসেন। বাংলাভিশনে টক শো ‘বঙ্গবন্ধুর জন্য প্রণতি’ প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এতে অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রামেন্দু মজুমদার। দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে প্রচার হবে নাটক ‘কোড রেড ১৫’। রচনা ও পরিচালনায় তানভীর হোসেন প্রবাল। এতে অভিনয় করেছেন আল মনসুর, কনা কালিন্দনী, মুমতাহিনা টয়া, তানভীর, সৈয়দ মোশারফ, পারভেজ, সাবিন, রফিক, রোমেল, নিয়াজ প্রমুখ। রাত ৮টা ৫৪ মিনিটে থাকছে নাটক  ‘মায়াশ্রী’। রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয়ে শ্যামল মাওলা ও নুসরাত ইমরোজ তিশা। মাছরাঙা টেলিভিশনে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘টি ৫৪’। রাত ৮টায় থাকছে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’। বৈশাখী টিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুর ওপর আলোচনা অনুষ্ঠান। শিমুল মুস্তাফার উপস্থাপনায় আলোচনায় অংশ নেবেন কবি নির্মলেন্দু গুণ ও কবি কাইয়ুম নিজামী। বিকেল ৫টা ৪৫ মিনিটে থাকছে প্রামাণ্য অনুষ্ঠান ‘রক্তে ভেজা ১৫ আগস্ট’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর