× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ফের কিরগিওসের ‘কাণ্ড’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, শুক্রবার

টেনিস কোর্টে অমার্জিত ঘটনার জন্ম দিয়ে আবারো খবরের শিরোনাম হলেন নিক কিরগিওস। গতকাল সিনসিনাটি ওপেনের তৃতীয় রাউন্ডে রাশিয়ার কারেন খাচানভের কাছে হার দেখেন অস্ট্রেলিয়ার এ তারকা। খেলা চলাকালে মেজাজ হারিয়ে কোর্টে আছড়ে দুই দুটি র‌্যাকেট ভাঙেন ২৪ বছর বয়সী কিরগিওস। এক পর্যায়ে ম্যাচের আইরিশ আম্পায়ার ফারগাস মারফিকে ‘যন্ত্র’ বলে চেঁচিয়ে ওঠেন তিনি। ম্যাচের প্রথম সেটে টাইব্রেকে জয় পান কিরগিওসই। তবে ২৩ বছর বয়সী খাচানভ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় দেখেন ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে। আর ম্যাচ শেষে কিরগিওস প্রসঙ্গে খাচানভ বলেন, ‘সে (কিনগিওস) টেনিসের দারুণ প্রতিভা। কিন্তু কখনো কখনো তার মাথাটা ঠিক জায়গায় থাকে না।’ টেনিস আম্পায়ার মারফির সঙ্গে কিরগিওসের ‘সম্পর্ক’টা পুরনোই।
দুই সপ্তাহ আগে ওয়াশিংটন ওপেনের খেলা চলাকালে আম্পায়ার মারফির সঙ্গে লেগে পড়েন কিরগিওস। এমন ঘটনার অবতারনা হয় গত জুনে কুইন্স টুর্নামেন্টেও। এদিন ম্যাচের দ্বিতীয় সেটের খেলা শেষে কিরগিওসকে কোর্টে সময় ক্ষেপনের দায়ে অভিযুক্ত করেন আম্পায়ার ফারগাস মারফি। এর পর ক্ষিপ্ত কিরগিওস কোর্ট ছাড়ার সময় এক মিনিটে দুটি র‌্যাকেট আছড়ে ভাঙেন। পরে ম্যাচ শেষে আম্পায়ার মারফিকে ‘যন্ত্র’ আখ্যা দিয়ে হ্যান্ডশেক না করেই কোর্ট ছাড়েন তিনি। গত মে’তে ইতালিয়ান ওপেনের খেলা চলাকালে কোর্টের পাশে রাখা এক পানির বোতলে লাথি মেরে জরিমানা গোনেন কিরগিওস। জুনে কুইন্সে অখেলোয়াড়িচ আচরণের দায়ে ১৩৭৬৬ পাউন্ড জরিমানা করা হয় তাকে। ২০১৬তে সাংহাই মাস্টার্সে জার্মান তারকা মিশা জভারেভের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট সপ্তাহের নিষেধাজ্ঞা পান কিরগিওস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর