× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রান্স-স্পেন-জার্মানির ফুটবল উন্মাদনা শুরু / মেসি খেলতে পারবেন কি?

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, শুক্রবার

ইংলিশ প্রিমিয়ার লীগের পর্দা উঠেছে গত সপ্তাহেই। আর আজ এক সঙ্গে পর্দা উঠছে ইউরোপের অপর শীর্ষ তিন ঘরোয়া ফুটবল আসর ফরাসি লীগ ওয়ান, স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার। স্পেনে উদ্বোধনী ম্যাচেই পরীক্ষা দেবে শিরোপাধারী বার্সেলোনা। প্রতিপক্ষ মাঠে বার্সার পরীক্ষা শক্তিশালী দল অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে। বিলবাওয়ের সান মামেস বারিয়া স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। আর এদিন হয়তো অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই একাদশ সাজাতে হবে বার্সা কোচ আরনেস্তো ভালভার্দেকে। কাফ ইনজুরিতে ভুগছেন বার্সেলোনার এ আর্জেন্টাইন তারকা। প্রাক মৌসুম ছুটি কাটিয়ে বার্সেলোনায় প্রথম দিনের অনুশীলনেই ইনজুরিতে পড়েন মেসি।
এ জন্য প্রীতি ফুটবল খেলতে বার্সেলোনা যুক্তরাষ্ট্র যায় মেসিকে ছাড়াই। যদিও বিলবাওয়ের বিপক্ষে খেলার আগে মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা নিয়ে কোনো বিবৃতি দেয়নি  এফসি বার্সেলোনা কর্তৃপক্ষ। আর এবারের প্রাক মৌসুম ফুটবলে এক মিনিটও খেলতে দেখা যায়নি লিওনেল মেসিকে। আর্জেন্টিনার জার্সি গায়ে এবারের কোপা আমেরিকা আসরের পর মাঠের বাইরেই রয়েছেন তিনি। প্রাক মৌসুম ফুটবলে এবার পাঁচটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে চেলসির কাছে হার দেখে তারা। পরে অবশ্য টানা চার জয়ে প্রস্তুতি মেস করে তারা। সবশেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট নাপোলির বিপক্ষে ৪-০ গোলে জয় দেখে বার্সেলোনা।
ওই ম্যাচে গোল পান বার্সার স্ট্রাইকার ত্রয়ী লুইস সুয়ারেজ, আঁতোয়ান গ্রিজম্যান ও উসমান দেম্বেলে। আজ মেসি খেলতে না পারলে বার্সেলোনার আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে এ তিন জনকে। এছাড়া বার্সেলোনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হতে পারে ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের। এবারের  বুন্দেসলিগার সূচনা ম্যাচে গত টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের লড়াই হার্থা বার্লিনের বিপক্ষে। আর অলিম্পিক লিঁও-আঁজের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ফরাসি লীগ ওয়ান আসরের। ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আসরে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে কাল। অ্যাওয়ে ম্যাচে নেইমার-এমবাপ্পেদের প্রতিপক্ষ নঁত। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সেল্টা ভিগোর মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের অন্যতম ইতালিয়ান সিরি আ আসরের পর্দা উঠবে আগামী ২৪শে আগস্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর