× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধুকে স্মরণ করলো ক্রীড়াঙ্গন

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০১৯, শুক্রবার

বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় একটি দিন হলো ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে তার পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন ঘাতকরা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী এবং তিন পুত্রসহ পরিবারের আরো ১৮ জনকে। গতকাল জাতি গভীরভাবে স্মরণ করলো বঙ্গবন্ধুসহ সেদিন শহীদ হওয়া সবাইকে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। নানা আয়োজনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও বাংলাদেশ বয়েজ ক্লাব। জাতীয় ক্রীড়া পরিষদও দিনটিকে পালন করেছে।
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু এবং শেখ কামালকে স্মরণ করে আবাহনীর প্রতিষ্ঠাতার সেই স্বপ্নের কথা বলেন  স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনে জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুস্থদের মাঝে খাবার বিতরণের পর বাফুফে সভাপতি বলেন, ‘প্রথমেই আমি বলবো বঙ্গবন্ধুর কথা।
এই দিনে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। আজকের এই দিনটা বাঙালি এবং বাংলাদেশের সবচেয়ে কালো দিন। আমি মনে করি, পৃথিবী যতো দিন থাকবে বাঙালি এবং বাংলাদেশের মানুষের জন্য এরচেয়ে বড় কালো দিন আর আসবে না। এটা অত্যন্ত দুঃখজনক যে, এই দিনটা আমাদের জীবনে এসেছে। আমাদের যে কতটা ক্ষতি হয়েছে তা বর্ণনা করে বোঝানো যাবে না।’  শেখ কামালকে স্মরণ করে বাফুফে সভাপতি বলেন, কামালকে হারিয়ে দেশের স্পোর্টস অঙ্গনের বিরাট ক্ষতি হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খানি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ বয়েজ ক্লাব। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও কাউন্সিলর ৭৫নং ওয়ার্ড ময়নুল হক মঞ্জু ও মহিলা কাউন্সিলর লাভলী চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক  হাজী মোহাম্মদ রমজান,  মুক্তিযোদ্ধা কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ।
এছাড়া পল্টনের উডেন ফ্লোর জিমনেশিয়ামে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কোরআনখানি এবং বাদ জোহর এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর