× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজকের ঈদ আয়োজন

বিনোদন


১৭ আগস্ট ২০১৯, শনিবার

‘কালো মেঘের ভেলা’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
চ্যানেল আইতে আজ সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ইমপ্রেস টেলিফিল্মের ‘কালো মেঘের ভেলা’ চলচ্চিত্রটির। কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মা এবং তার ছোট ছেলে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে পিদিম থিয়েটারের আপন। ছবিতে দেখা যাবে, দুখু নামের এক বালকের জীবনচিত্র। টোকাই দুখু স্টেশনে থাকে। বয়স নয়-দশ বছর।
ট্রেনের যাত্রীদের মালামাল বহন করে তার জীবন চলে। কিন্তু এক যাত্রী ব্রিফকেস ও একটি বস্তা নিয়ে দুখুকে ডাকলে সে শুধু যাত্রীর ব্রিফকেসটিই বহন করে সামনে এগিয়ে চলে। এভাবেই এগিয়ে যায় গল্প।  ছবির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুকি হোসেন।
টেলিফিল্ম ‘বিবাহ বিড়ম্বনা’
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদুল আজহার বিশেষ টেলিফিল্ম ‘বিবাহ বিড়ম্বনা’। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাবিলা, মিথিলা, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।
সেলিব্রেটি কুকিং শো ‘বীফ ফিউশন’
ঈদের দিন থেকে একুশে টেলিভিশনে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে শারমিন লাকীর উপস্থাপনায় বিশেষ সেলিব্রেটি কুকিং শো ‘বীফ ফিউশন’। অনুষ্ঠানটিতে আজ ঈদের ষষ্ঠদিন অতিথি হিসেবে বিশেষ রান্নার স্বাদ নিবেন চলচ্চিত্র নায়িকা আঁচল আঁখি। দেশের স্বনামধন্য একজন সেফের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে মজাদার সব রান্নার রেসিপি এবং পদ্ধতি। রান্নার ফাঁকে ফাঁকে চলবে অতিথিদের সঙ্গে গল্প আর আড্ডা। রান্নার বিভিন্ন রেসিপির পাশাপাশি গল্প আর আড্ডার মাধ্যমে নিজেদের পারিবারিক জীবন, মিডিয়ায় কাজের বর্তমান ব্যস্ততা তুলে আসবে অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি প্রযোজানায় আছেন আসাদুজ্জামান আসাদ।
নাটক ‘তমোহার’
আরটিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসি মজুমদার ও সুবর্ণা মুস্তাফা অভিনীত নাটক ‘তমোহার’। দীর্ঘদিন পর এ দুই অভিনেত্রী একসঙ্গে এক নাটকে অভিনয় করলেন। এটিতে আরো অভিনয় করেছেন নাজিরা মৌ ও এফএস নাঈম। নাটকটি লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নির্মাতা নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। নাটকের গল্পে দুই অভিনেত্রীর রসায়ন দর্শকদের মনে দাগ কাটবে বলে জানান তিনি।
বিশেষ অনুষ্ঠান ‘অন্তরতর গানের ভুবন’
এনটিভিতে আজ সকাল ৮টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরতর গানের ভুবন’। এটিতে অংশগ্রহণ করেছেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। এই দুজনের উপস্থিতি বরাবরই দর্শক-শ্রোতাদের কাছে অন্যরকম উন্মাদনা তৈরি করে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান।
ধারাবাহিক নাটক ‘২৫/২ কাঠমান্ডু ভ্যালি’
ঈদের দিন থেকে মাছরাঙা টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ঈদুল আজহার বিশেষ ধারাবাহিক নাটক ‘২৫/২ কাঠমান্ডু ভ্যালি’। বৃন্দাবন দাসের রচনয় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম প্রমুখ। এরইমধ্যে ঈদের ধারাবাহিকগুলোর মধ্যে এই ধারাবাহিকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানান নির্মাতা।
একক নাটক ‘আনারকলি‘
দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক ‘আনারকলি’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয়ে মীর সাব্বির, শবনম ফারিয়া ও মনিরা মিঠু। গল্পে দেখা যাবে, বিয়ে পাগল গ্রাম্য যুবক আনোয়ার। বিদেশে থেকে বেশ কিছু টাকা-পয়সা করে দেশে ফেরার পর শুরু হয় তার বিবাহ উন্মাদনা। সে একের পর এক বিয়ে করতে থাকে। কিন্তু বিয়ের পর কোনো বউকেই বেশিদিন ভালো লাগে না। ফলে বিয়ের কিছুদিন পর সে বউ তালাক দিয়ে আবার বিয়ে করার জন্য উন্মাদ হয়ে ওঠে। ভণ্ড জামাই হিসেবে গ্রামে তার অনেক বদনাম। ইতিমধ্যে ছয়টা বিয়ে করেছে আনার। সপ্তমবারের মতো বিয়ে করার জন্য এক পাত্রীর সন্ধানও পেয়ে গেছে। পাত্রী পাশের গ্রামের মেয়ে কলি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর