× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মৃতের তালিকা দীর্ঘ হচ্ছেই / এবার ডেঙ্গু কেড়ে নিল মনোয়ারাকেও

অনলাইন

ঢাকা মেডিক্যাল প্রতিনিধি
(৪ বছর আগে) আগস্ট ১৭, ২০১৯, শনিবার, ২:৫৮ পূর্বাহ্ন
ফাইল ফটো

ডেঙ্গুতে না ফেরার দেশে চলে যাওয়ার তালিকা দীর্ঘ হচ্ছেই। গতকাল পর্যন্ত সরকারি হিসেবেই ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা অন্তত তিনগুন। অন্যদিকে, সরকারি হিসেবে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪০ জন। কিন্তু বেসরকারি হিসেবে এটিও তিনগুন। এই তালিকা দীর্ঘ হচ্ছেই। সবশেষ আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা বেগম (৪৫) নামের আরও একজন ডেঙ্গু রোগি মারা  গেছেন। এ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তিনি মারা যান।
মনোয়ারার স্বামী সাইফুল ইসলাম বলেন, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে।
গত মঙ্গলবার জ্বর নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় মনোয়ারাকে। অবস্থার অবনতির দিকে বলে সেদিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মারা যায়  মৌসুমি আক্তার (২৫)। তার বাড়ি পিরোজপুর ভান্ডারিয়ায়। থাকতেন আগারগাঁও তালতলা মোল্লাপাড়া।
হাসপাতাল সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৮ জন রোগি ভর্তি হয়েছে। বর্তমানে ৬৫৮ জন ডেঙ্গু রোগি হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত ঢামেকে মৃতের সংখ্যা ২৮ জন।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন। এই সংখ্যা গত জুলাই মাসে ছিল ১৬ হাজার ২৫৩ জন। জুনে ছিল এক হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন,  মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৫ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭০১ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৪২ হাজার ৬৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৯ হাজার ৯৯৯ জন।
সরকারি হিসেবে মৃতের পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে ১০ জন, জুলাইতে ২৪ জন, জুনে ৪ জন,  এপ্রিলে ২ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর