× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈশ্বরগঞ্জে সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

বাংলারজমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, সোমবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার রাজীবপুর ইউনিয়নের কাশীগঞ্জ থেকে মমরেজপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কি.মি. রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। দেবস্থান, রাজীবপুর, ভট্টপুর, হাট ভোলসোমা, বৃ-ঘাগড়া গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এ রাস্তা দিয়ে মমরেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুছিয়া মাদ্রাসা ও হাসমতিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে যাওয়া আসা করে থাকে। বর্ষাকালে রাস্তায় পানি জমে থাকার ফলে অল্পতেই কাঁদার সৃষ্টি হয়। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এই ৫টি গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ধান পাট শাকসবজি বাজারজাত করতে এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে বর্ষাকালীন সময়ে কৃষক ও সর্বসাধারণের দুর্ভোগের আর সীমা থাকে না।
স্থানীয় আক্তার হোসেন ও উমর ফারুক জানান, রাস্তাটির দুরাবস্থার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিকে বার বার জানানোর পরও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ভুক্তভোগী এলাকাবাসী রোববার বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে রাস্তা পাকাকরণের ব্যাপারে জনপ্রতিনিধিদের নির্বিকারতার প্রতিবাদ জানিয়েছেন।
এব্যাপারে পিআইও শফিকুল জানান, এ রাস্তাটির খোঁজখবর নিয়ে এই অর্থবছরে সংস্কারের পদক্ষেপ নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর