× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘নতুন কোচের কাছে অনেক শেখার আছে’

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ আগস্ট ২০১৯, সোমবার

এরই মধ্যে টাইগারদের শিবিরে এসেছেন নতুন চার কোচ। প্রধান কোচ হিসেবে নিয়োগ হয়েছে দক্ষিণ আফ্রিকার রাসেল ক্রেগ ডমিঙ্গোর। এ ছাড়াও স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ভেট্টরি। দুই কোচ নিয়েও বেশ আশাবাদী দেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। প্রধান কোচ ডমিঙ্গোকে নিয়ে তিনি বলেন, ‘ওভাবে কথা হয়নি ওনার সঙ্গে। আগে পরিচয় ছিল না এখন হবে। আর যেহেতু উনার  প্রোফাইল বেশ সমৃদ্ধ। সাউথ আফ্রিকার কোচ ছিলেন কয়েকবছর এবং ভালো কাজই করেছেন দলটির জন্য।
আমার মনে হয় উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো এবং বাংলাদেশ দলের জন্য ভালো হবে।’  শুধু তাই নয়, এই স্পিন আলরাউন্ডারের ভেট্টরির কাছে প্রত্যাশাটাই অন্যরকম। তিনি বলেন, ‘অবশ্যই বড় বোলার ছিলেন উনি। এত বড় একজন কোচ। তো অবশ্যই উনার কাছ থেকে অনেক কিছু জানতে পারব। ব্যক্তিগতভাবে আমার বোলিং নিয়ে কথা বলব উনার সঙ্গে। আশা করি কাজে আসবে উনার তথ্য।’
এছাড়াও দুজন সাউথ আাফ্রিকান কোচের সঙ্গে কাজ করেছে বাংলাদেশ দল। একজন ফিল্ডিং কোচ রায়ান কুক আরেকজন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। এখন যু্‌ক্ত  হলেন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট ও ডমিঙ্গো। এই চার প্রোটিয়া কোচ কতটা কার্যকরি হবে তা নিয়ে রিয়াদ বলেন, ‘ম্যাকেঞ্জির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি। তিনি অসাধারণ একজন ব্যাটিং কোচ। আমি ব্যক্তিগতভাবে কথা বলি ব্যাটিং নিয়ে। এবং ওর কিছু কিছু আইডিয়া ও ইনফরমেশন আমার ব্যাটিংয়ের জন্য খুব উপকারী হয়। আর ভেট্টরি আছে। ল্যাঙ্গাভেল্ট উনার সঙ্গে আমি খেলেছিও শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগে। উনি খুব ভালো মানুষ। আর উনার ক্যারিয়ারই বলে উনি কত ভালো বোলার ছিলেন। আমার মনে হয় পেস বোলারদের জন্য খুব ভালো হবে। আমার মনে হয় এখন আমাদের কোচিং প্যানেল খুবই হাই প্রোফাইল। আমাদের সবার জন্যই খুব ভালো একটা ইতিবাচক দিক।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর