× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতের উৎসবে দেশের তিন সিনেমা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

ভারতে আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য গ্লোবাল সিনেমা উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। ৩৬টি পূর্ণদৈর্ঘ্য ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে পিপলু খান নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’, ১১ নির্মাতার নির্মাণে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ ও হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’। চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত কলকাতার ছবি ‘আহারে’ও প্রদর্শিত হবে একই উৎসবে। উৎসবের সমন্বয়ক প্রেমেন্দ্র মজুমদার ভারতের শিলিগুড়ি থেকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে চলচ্চিত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্টরাও  অংশ নেবেন। চিত্রনায়ক শাকিব খানসহ অন্য অভিনয় শিল্পীদেরও দেখা যাবে উৎসব মঞ্চে। এ ছাড়াও ২২শে আগস্ট উৎসবের দ্বিতীয় দিন উৎসবের জন্য আয়োজিত ফ্যাশন শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
উৎসবে বাংলাদেশ ভারত নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন ও নিউ সিনেমাতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর