× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

‘শিল্পীদের জন্য আরো বেশি পৃষ্ঠপোষকতা দরকার’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরই গানে নিয়মিত হন ঝিলিক। সরব হন অ্যালবাম, স্টেজ ও প্লেব্যাকে। এরইমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। পাশাপাশি বছরজুড়েই গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে এবারের ঈদটিও গানে গানেই কাটিয়েছেন এ শিল্পী। ঈদে প্রকাশ হয়েছে তার নতুন গানও। সব মিলিয়ে ঈদ কেমন কাটলো? ঝিলিক বলেন, বেশ ভালো। কোরবানির ঈদে অন্যরকম একটি ব্যাপার থাকে পশু কোরবানি নিয়ে।
তাছাড়া এবার আমার নতুন গানও প্রকাশ হয়েছিল। কি গান প্রকাশ হয়েছে? ঝিলিক বলেন, ঈদে রঙ্গন মিউজিক থেকে আমার একক কণ্ঠের ‘উদাস দুপুর’ শিরোনামের গান প্রকাশ হয়েছে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সব মিলিয়ে বেশ স্মার্ট একটি কাজ হয়েছে। এরইমধ্যে গানটি পছন্দ করছেন শ্রোতা-দর্শক। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরো ভালোর দিকে যাবে। এখন ব্যস্ততা কি নিয়ে? ঝিলিক বলেন, ঈদ তো মাত্রই শেষ হলো। এখনো আমেজ কাটেনি। তবে এরইমধ্যে ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে। ঈদের সপ্তম দিন দেশটিভিতে গাইলাম সরাসরি। নিজের গানের পাশাপাশি বেশ কিছু প্রিয় শিল্পীর গান কাভারও করেছিলাম। শ্রোতা-দর্শকদের বেশ ভালো সাড়া মিলেছে। সামনেও আরো কিছু টিভি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ত হতে হবে শিগগিরই। নতুন গানের কি খবর? ঝিলিক বলেন, নতুন গানের কাজও শুরু হবে। বেশ কিছু পরিকল্পনা রয়েছে নতুন গান নিয়ে। তবে এখনই বলতে চাই না। সামনেই এ বিষয়ে বিস্তারিত জানাবো। এখন গানের অবস্থা কেমন মনে হচ্ছে? ঝিলিক উত্তরে বলেন, গানের অবস্থা এখন মোটামুটি। বিভিন্ন কোম্পানি গান প্রকাশ করছে বিভিন্ন শিল্পীর। পাশাপাশি শিল্পীরা নিজেরাও গান প্রকাশ করছেন নিজেদের ইউটিউব চ্যানেলে। সবাই এখন ডিজিটালি গান শুনছে। এটা ইতিবাচক দিক। তবে আমার মনে হয় আমরা আরো যত এ ধারায় অভ্যস্ত হবো ততোই ভালো ফলাফল আসবে। আমি ব্যক্তিগতভাবে স্টেজ শোর পাশাপাশি নতুন গান করছি। তবে আমার মনে হয় শিল্পীদের জন্য আরো বেশি পৃষ্ঠপোষকতা দরকার। সেটা হলে সুন্দরভাবে মানসম্পন্ন গান প্রকাশ হবে। পাশাপাশি মানসম্পন্ন গানগুলোর প্রসারও হবে। আমি আশাবাদী সামনে আরো ভালোর দিকে যাবে ইন্ডাস্ট্রি। গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? ঝিলিক বলেন, আমি যেহেতু গানের মানুষ তাই পরিকল্পনা থাকে শুধু গান নিয়েই। অনেক কিছুই করতে চাই গান নিয়ে। যদিও সব কিছু একসঙ্গে করাটা সম্ভব নয়। তাই সময় নিয়ে ভালোভাবে কাজগুলো করতে চাই। সর্বপ্রথম আসলে আমি এমন কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই যেগুলো দীর্ঘদিন মানুষ মনে রাখবে। ভালো কথা-সুরের গান করতে চাই। শুধু বাণিজ্যিক গানের পেছনে ছুটতে আমি রাজি নই। পাশাপাশি ভালো মানের কাজ করে যেতে চাই। কারণ এমন গানই আসলে টিকে থাকে বহুদিন। আমি সে পথেই হাঁটছি। দেখা যাক কি হয়। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। প্রেম কিংবা বিয়ের কি খবর? ঝিলিক হেসে বলেন, প্রেমের কোনো খবর নেই। কারণ গানে সময় দিতে দিতে প্রেম করার সময় থাকে না। তাছাড়া গানের সঙ্গেই আমি আপাতত প্রেম করছি। আর বিয়ে তো করতেই হবে। তবে এখনই সে নিয়ে ভাবছি না। এখন গান নিয়েই শুধু থাকতে চাই। গানেই সময় দিতে চাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর