× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রখ্যাত সুরকার খৈয়াম আর নেই

বিনোদন

বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

‘পদ্মভূষণ’ প্রাপ্ত বলিউডের প্রখ্যাত সুরকার মহম্মদ জহুর খৈয়াম হাশমি আর নেই। বলিউড তথা গোটা  দেশ তাকে সুরকার ‘খৈয়াম’ নামেই চিনত। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৯২ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিন কয়েক আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন খৈয়াম। সেখানেই চিকিৎসা চলছিল তার। খৈয়ামের এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, কয়েকদিন আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ১৫ই আগস্ট চিকিৎসকদের পরামর্শে সংক্রমণ নিয়ে জুহুর সুজয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিলো খৈয়ামের। যদিও তার শারীরিক অবস্থা সংকটজনক বলেই তখন জানিয়েছিলেন চিকিৎসকেরা। তারা এও জানিয়েছিলেন, ফুসফুসের সমস্যার পাশাপাশি অন্যান্য বার্ধক্যজনিত সমস্যাও ধরা পড়েছে তার। সোমবার রাতে তিনি প্রয়াত হন। আজ, মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত রবিবারই ৯২ বছরে পা দেন খৈয়াম।  এমন এক সুরকারের মৃত্যুর শোকে মূহ্যমান বলিউড। লতা মঙ্গেশকর-সহ একাধিক শিল্পী তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। লতা মঙ্গেশকর লিখেছেন, সংগীতের একটা যুগ শেষ হয়ে গেলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে শোকবার্তা জানিয়েছেন। খুব কম বয়সেই সংগীত চর্চা শুরু করেন মহম্মদ জহুর খৈয়াম। বলিউডে তার প্রথম কাজ ‘উমরাও জান’ ছবিতে। তার দেওয়া সুরে মজে যায়  গোটা ভারত। সেই শুরু। তারপর একের পর এক ছবিতে সুর দিয়েছিলেন তিনি। ‘উমরাও জান’ মুক্তির পর আজ প্রায় ৪ দশক অতিক্রান্ত। কিন্তু তার সুরে আজও মজে শ্রোতারা। ‘উমরাও জান’ ছাড়া ‘কাভি কাভি’, ‘নুরি’, ‘রাজিয়া সুলতান’, ‘বাজার’-এর মতো ছবির গানের সুরও করেছেন তিনি। তার কাজের জন্য সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন খৈয়াম। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। ২০১০ সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান তিনি। ঠিক তার পরের বছরই তাকে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর