× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সাকিবকে নিয়েই খেলতে চায় রংপুর

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ আগস্ট ২০১৯, বুধবার

বিপিএল-এ চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রংপুর রাইডার্সের। সেই চুক্তি নবায়ন না করেই দলে গোছাতে শুরু করে দলটি। ঢাকা ডায়নামাইটস থেকে উড়িয়ে নেয় সাকিব আল হাসানকে। এরপরই বিসিবি অনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় চুক্তি নবায়নের আগে দল গোছাতে পারবে না কোন দল। প্রথম চুক্তিতে ৬টি আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এবার চুক্তি হবে চার আসরের জন্য। নতুন চুক্তিতে বিপিএল’র ৭ম আসর শুরু হবে একেবারেই নতুন আঙ্গিকে। এমন ঘোষণা পর চুক্তি হলেও সাকিবকে খেলানোর শঙ্কায় ছিল রংপুর।
দলটির সিইও ইশতিয়াক সাদিক ঘোষণাও দিয়ে বসেন এমন হলে টুর্নামেন্টে অংশ নেবেন না তারা। তবে গতকাল বিসিবি’র সঙ্গে আলোচনার পর সাদিক জানিয়েছেন, তাদের সঙ্গে বিসিবি ও বিপিএল গভনিং কাউন্সিলের দূরত্ব কমেছে। এখন তারা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান। তিনি বলেন, ‘হ্যাঁ, শুরুতে কিছুটা দূরত্ব ছিল। আলোচনার পর আমার মনে হয় দুরত্ব অনেকটাই কমে গেছে। আমরা বিপিএলে খেলবো। আমাদের যা দাবি আছে তা জানিয়েছি, এখন আলোচনার মাধ্যমেই সমস্যার সামাধান করতে চাই। আমি মনে করি, আমাদের সঙ্গে অন্য দলগুলোও একই দাবি জানাবে। সেই হিসেবে বিসিবি বিবেচনা করবে বলেই বিশ্বাস করি।’
আগের দিন ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএল পরিচালনা পরিষদ ও বিসিবি। সেখানে তিন দল নিজেদের অবস্থান তুলে ধরেছে। সপ্তম আসর শুরুর আগে ক্রিকেটার রিটেনশন অথবা দেশি-বিদেশি কয়েকজন ক্রিকেটারকে চুক্তির দাবি জানায় খুলনা। যদিও বিপিএল গভনিং কাউন্সিল দু’জন বিদেশি চুক্তি করানোর প্রস্তাব করেছে। সেখানে টাইটান্সের কর্ণধার কাজী ইনাম দাবি জানান, একজন দেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করার জন্য। একই দাবি জানায় রংপুরের প্রধান নির্বাহী (সিইও) ইশতিয়াক সাদিকও। সাদিক বলেন, ‘যেহেতু একটি দল এতদিন ধরে একভাবে খেলা আসছে তাই আগামী চারবছর খেলার জন্যও একটি ভিত প্রয়োজন। দলের কিছু ক্রিকেটার রিটেইন করার ব্যাপার আছে। সেটি চেয়েছি আমরা, সেই সঙ্গে গত বছরের নিয়ম অনুসারে বোর্ড কিছু নতুন ক্রিকেটার সরাসরি চুক্তির অনুমোদন দিতে চাইছে। তারা জানিয়েছে আইকন ক্রিকেটার বলে এখন আর কিছুই থাকবে না। সেই ক্ষেত্রে আমরা একজন লোকাল ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করার অনুমতি চেয়েছি। কারণ বোর্ড থেকে আমাদের বলা হয়েছে যে দু’জন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করার নিয়ম রাখছেন তারা, সে কারণে আমরা বলেছি তাহলে কেন একজন দেশি ক্রিকেটার করা যাবে না? তখন তারা বলেছেন যে, আপনারা প্রস্তুব দেন আমরা বিবেচনা করবো।’ তাদের এই প্রস্তুব বিসিবি মেনে নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে রাইডার্সের সিইও বলেন, ‘তারা যেভাবে বললো তাতে মনে হয়েছে যে অবশ্যই তারা আমাদের প্রস্তাব বিবেচনা করবে। আমার ধারণা অন্য কয়েকটি দলও এমন দাবি করবে। তাই আশা করছি তারা বিবেচনা করবে।’
যদি বিপিএল গভনিং কাউন্সিল রংপুরের দাবি মেনে একজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ অনুমোদন দেয় তাহলে কাকে খেলাবেন? বলার অপেক্ষ রাখেনা যে তারা সাকিবকে খেলানোর জন্যই এমন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে ইশতিয়াক সাদিক বলেন, ‘আমরা কাকে খেলাতে চাই এমন কোন নাম বলিনি। তবে যেহেতু সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছি তাই একজন অনুমোদন পেলে সে তিনিই হবেন।’
সেই সঙ্গে প্রশ্ন ছিল শেষ পর্যন্ত মাশরাফিকেও রংপুর রেখে দিবে কিনা। জাববে রংপুর সিইও বলেন, মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আর এবার যেহেতু কোন আইকন থাকবেনা আর মাশরাফিও চাইছেন না আইকন থাকতে, সেই হিসেবে সুযোগ থাকলে আমরা মাশরাফিকেও দলে রাখতে চাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর