× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নোয়াখালীতে চোরাই হোন্ডাসহ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

 নোয়াখালীতে ছাত্রলীগ সভাপতি চোরাই হোন্ডাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করে। খুলনা জেলার বাঘের হাট থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১(লক্ষ্মীপুর)। এ সময় ইউপি ছাত্রলীগ সভাপতি আনোয়ারুল আজিম ওরফে পিচ্চি আজিম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। লক্ষ্মীপুর র‌্যাব এর ক্যাম্প ইনচার্জ মানবজমিনকে জানান, খুলনা বাঘেরহাট থানায় গত জুলাই মাসের মোটরসাইকেল চুরির একটি মামলা ও মামলার বাদী পক্ষের লিখিত অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০শে আগস্ট) রাত ৯টার সময় স্থানীয় ভুইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে মনিরের হুন্ডা গ্যারেজের সামনে মেইন রোড থেকে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরি ও ইয়াবা নেটের সঙ্গে যুক্ত বলে স্বীকারোক্তি দিয়েছে। র‌্যাব আরো জানান, অফিসিয়াল কার্যক্রম শেষে মামলা অনুযায়ী তাকে খুলনা বাঘেরহাট থানায় প্রেরণ করা হয়েছে। আটককৃত আনোয়ারুল আজিম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্দি গ্রামের আব্দুল ওহাবের ছেলে এবং ৭নং বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি। মামলার বাদী আব্দুল খালেক শেখ জানান, গত ৭ই জুন দুপুর সোয়া একটার দিকে বাঘেরহাট থানাধীন খানপুর ইউনিয়নের শুকধরা মোড়ের মসজিদ সংলগ্ন বাড়ির গেটের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাঘেরহাট থানায় মামলা করার ২ মাসের মাথায় র‌্যাব-১১ লক্ষ্মীপুরের সহযোগিতায় মঙ্গলবার রাত ৯টায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অপর দিকে তাকে আটকের পর পরই এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় লোকজন। এলাকাবাসী জানান, উপজেলা নির্বাচনে আনারস প্রার্থীর পক্ষে ভোট করায় নির্বাচিত সভাপতি মো. শাহীনকে বাদ দিয়ে বিনা কাউন্সিলে হুন্ডা চুরির আসামিকে সভাপতি পদে পদায়ন করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর