× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিনোদন

বিনোদন ডেস্ক
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

কাশ্মির ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ততা যখন চরমে ঠিক ওইসময় করাচিতে একটি বিয়ের অনুষ্ঠানে গান করেন মিকা সিং। আর এ কারণে তাকে হিন্দি ছবিতে নিষিদ্ধ করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বুধবার মিকা সিংয়ের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। জি নিউজ সূত্রে জানা গেছে এ খবর। মুম্বইয়ে এক সংবাদ সন্মেলনে নিজের এই কাজের জন্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে মিকা সিং বলেন, আমি পাকিস্তানে গিয়েছিলাম নানকানা সাহিব গুরুদ্বারে যাব বলে। আমি ৩রা আগস্ট সেখানে পৌঁছাই। এটা একেবারেই কাকতালীয় যে ৫ই আগস্ট ভারত সরকার ৩৭০ ধারা খারিজ করে দেয়। আমি না জেনে যে ভুল করেছি, তার জন্যে ক্ষমা চাইছি।
নিজের টুইটার অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিও পোস্ট করেছেন মিকা সিং। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান উপদেষ্টা অশোক পন্ডিত জানিয়েছেন, পাকিস্তান সম্পর্কে যারা নিয়ম ভেঙেছেন, তাদের ওপর কড়া নজর রেখেছে ফেডারেশন। কোনো পাকিস্তানি শিল্পীর এদেশে অনুষ্ঠান করা বা ভারতীয় শিল্পীর পাকিস্তানে গিয়ে পারফর্ম করার ওপর আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। পুলওয়ামা হামলার পর আরও কড়া করা হয়েছে নিয়ম। তিনি আরও জানান, মিকা সিং লিখিত ক্ষমা চাওয়ায় এবং ভবিষ্যতে এমন হবে না এই প্রতিশ্রুতি দেওয়ার পরই তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর