× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উচ্ছ্বসিত মম

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ আগস্ট ২০১৯, শনিবার

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। দেশের সীমানা পেরিয়ে বর্তমানে বলিউডের একটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রথমবারের মতো এই অভিনেত্রী অভিনয় করছেন বলিউডের ‘ম্যাক্স কি গান’ শিরোনামের একটি ছবিতে। ছবির পরিচালক সামির খান। ছবির গল্প লিখেছেন ফয়সাল সাইফ। একইসঙ্গে তিনি এই ছবির সহ-প্রযোজক। গেল সপ্তাহ থেকে ভুটানে এই ছবির শুটিং শুরু হয়। এই ছবিতে মম অভিনয় করছেন একজন সিবিআই অফিসারের চরিত্রে।
ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। মম বলেন, এটি আমার প্রথম হিন্দি ছবি। অনেক দিনের প্রস্তুতি নিয়ে ছবিটির শুটিং শুরু করেছি। আমার খুব ভালো লাগছে এমন একটি ছবিতে অভিনয় করতে। ছবির গল্প ও আমার চরিত্র দুটোই দর্শকের মনে দাগ কাটবে। গল্পে দেখা যাবে, কোটিপতি ম্যাক্স মনে করেন অর্থের জোর থাকলে জয় করা যায় সব কিছু। এমনকি তার মৃত ভাইকেও নাকি ফিরিয়ে আনা সম্ভব। সেখান থেকেই একের পর এক নারকীয় হত্যালীলায় মেতে ওঠে ম্যাক্স। মম ছাড়াও এই ছবিতে আরো আছেন অমিতা নাঙ্গিয়া, নিশান্ত পান্ডে ও কবিতা
রাধেশ্যাম। দেশের ও বলিউডের ছবির পাশাপাশি টালিউডেও অভিনয় করতে আগ্রহী এই অভিনেত্রী। ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন মম। এরইমধ্যে তার অভিনীত ‘ছুয়ে দিলে মন’, ‘আলতাবানু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রশংসিত হয়। তার মুক্তিপাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হলো ‘দহন’। ঈদে এই অভিনেত্রীকে একাধিক নাটকেও দেখা গেছে। এরমধ্যে তার অভিনীত মাবরুর রশিদ বান্নাহ নির্মিত ‘আশ্রয়’ নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এটিতে তিনি অভিনয় করেন মোশাররফ করিমের বিপরীতে। এ ছাড়া তার অভিনীত হানিফ সংকেতের ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’, তৌকির আহমেদের ‘স্বর্ণলতা’ ও তপু খানের ‘সেনোরিতা’ দর্শক প্রশংসিত হয়। এই সময়ে টিভি নাটকের গল্পে বেশ পরিবর্তন এসেছে বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, আমাদের দর্শক গল্পনির্ভর নাটক দেখতে চায়। গল্পনির্ভর নাটকে শিল্পীদের অভিনয় করার জায়গাও থাকে বেশি। তাই আমি বরাবরই এই ধরনের নাটককে প্রাধান্য দিয়ে আসছি।




অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর