× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ধারাবাহিক নাটক আর করবো না’

বিনোদন

এন আই বুলবুল
২৫ আগস্ট ২০১৯, রবিবার

সম্পর্কের খাতিরে অনেক কাজ করেছি। গেল কয়েক বছর ধরে এভাবে কাজ করে যাচ্ছি। এখন থেকে আর সেসব কাজ করবো না। এবার নিজের জন্য কাজ করতে চাই। এভাবেই নিজের কাজ নিয়ে বললেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা। তার ভাষ্য, প্রত্যেক শিল্পীর অভিনয়ের ক্ষুধা থাকে। আমিও ভালো কিছু কাজ করবো। গতানুগতিক কাজ থেকে দূরে থাকতে চাই।
এই অভিনেত্রী এরইমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। সেটি কি? অহনা বলেন, ধারাবাহিক নাটক আর করবো না। ধারাবাহিকে গেল কয়েক  বছর টানা অভিনয় করে আসছি। এবার বিরতি নিবো। প্রচার চলতি যে কয়টি ধারাবাহিক আছে এগুলোর শুটিং শেষ করবো। এরপর নতুন ধারাবাহিকে আমাকে আর দেখা যাবে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে অহনা বলেন, আমাদের ধারাবাহিক নাটকে এখন বৈচিত্র্য নেই। একই ধরনের গল্পে বারবার অভিনয় করতে হচ্ছে। একঘেয়েমি লাগে এসব নাটকে অভিনয় করতে। এতদিন অনেকটা অনুরোধে আমাকে এসব কাজ করতে হয়েছে।  আগামী মাসের মধ্যে প্রচার চলতি ধারাবাহিকগুলোর শুটিং শেষ করবো। ধারাবাহিক ছেড়ে অহনা কোন দিকে হাঁটতে যাচ্ছেন? অভিনেত্রী বলেন, খণ্ড নাটক ও ওয়েব সিরিজের দিকে মনোযোগী হবো। আমার এখনো ওয়েব সিরিজে কাজ করা হয়নি। ওয়েব সিরিজে নিয়মিত কাজ করতে চাই। ধারাবাহিক নাটকে নিয়মিত থাকার কারণে খণ্ড নাটকে কাজ করার সময় পেতাম কম। আমাদের এখন গল্পনির্ভর খণ্ড নাটক বেশি নির্মাণ হচ্ছে। এসব নাটকে দর্শকের মনে দাগ কাটার মতো চরিত্রও পাওয়া যায়। তাই খণ্ড নাটকে কাজ করবো। ঈদের ছুটি কাটিয়ে এই অভিনেত্রী গেল বৃহস্পতিবার শুটিংয়ে ফিরেছেন। তার হাতে বর্তমানে ‘রসের হাঁড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ সহ কয়েকটি ধারাবাহিক আছে। আমাদের টিভি নাটকের ভবিষ্যৎ কি? এই প্রসঙ্গে জানতে চাইলে অহনা বলেন, নাটকের ভবিষ্যৎ ভালো। এখন প্রচুর নাটক নির্মাণ হচ্ছে। তবে আমাদের সমস্যা হলো বাজেট সংকট। পর্যাপ্ত বাজেট না থাকার কারণে ভালো নাটক নির্মাণে অসুবিধা হয়। আমাদের সব কিছুর দাম বাড়ছে। অথচ টিভি নাটকের বাজেট কমে গেল। শিল্পী হিসেবে এটা আমার জন্য কষ্টের একটি বিষয়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। সর্বশেষ তিনি সাইমনের বিপরীতে ‘চোখের দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু এখন বড় পর্দায় নেই তার কোনো ব্যস্ততা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আগ্রহী নন বলেও জানান। এখন অভিনয়ের ক্ষেত্রে ছোট পর্দাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অহনা। এই অভিনেত্রী অভিনয়ের বাইরে ব্যবসাও করছেন। ব্যবসায়ী না অভিনেত্রী নিজেকে কি হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন? তিনি বলেন, আমি প্রথমে একজন অভিনেত্রী। অভিনয়ের জন্যই আমি আজকে এতটুকু আসতে পেরেছি। আমার অস্তিত্বকে অস্বীকার করতে চাই না। আমি শুরু থেকে চেয়েছি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করতে। সেই ভাবনা থেকেই ব্যবসা শুরু করেছি। আমি আমার মতো করে এই ব্যবসা করছি। সবার কাছ থেকে ভালো সহযোগিতাও পাচ্ছি। অভিনয় এবং ব্যবসা দুই ক্ষেত্রেই ঠিক মতো সময় দিতে চাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর