× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

স্ট্যান্ডার্ড চার্টার্ড- চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৯ পাচ্ছেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের কৃষি ও কৃষকদের উৎসাহিত করতে কৃষি কাজের সঙ্গে সম্পৃক্তদের দেয়া হবে এই সম্মাননা। আগামী ২০শে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর  সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। গতকাল চ্যানেল আই’এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। গত ১০ই মে থেকে শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড-২০১৯ এর মনোনয়ন প্রক্রিয়া। এ বছর ৮টি ক্যাটাগরিতে এই কৃষি অ্যাওয়ার্ড প্রদান

 করা হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে সেরা কৃষক (নারী), সেরা কৃষক (পুরুষ), পরিবর্তনের হিরো (ব্যক্তি), সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি), সেরা প্রতিষ্ঠান (কৃষি সহায়তা ও বাস্তবায়ন), সেরা কৃষি রপ্তানিকারক, জুরি স্পেশাল এবং আজীবন সম্মাননা।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চ্যানেল আই‘এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চাটার্ড- চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৯ এর প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু।

ফরিদুর রেজা সাগর অ্যাওয়ার্ড কার্যক্রম নিয়ে বলেন, সারাদেশে, বিশেষ করে কৃষির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মাঝে এই কার্যক্রম তুমুল সাড়া ফেলেছে। বিভিন্ন ক্যাটাগরিতে দুইশতাধিক মনোয়নপত্র বাছাই করা হয়েছে, যাদের প্রত্যেকেই কৃষি সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

স্ট্যান্ডার্ড চাটার্ড- চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৯ এর জুরিবোর্ডে ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এবং খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের কর্মকর্তা ড. শহীদুল ইসলাম।


সংবাদ সম্মেলনে বিটপী দাশ চৌধুরী বলেন, চ্যানেল আইয়ের সঙ্গে কাজ করে এগ্রো অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি আগামী বছরগুলোতেও এ কার্যক্রমের ধারাবাহিকতা যেমন রক্ষিত হবে, তেমনি নতুন নতুন মাত্রা যুক্ত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর