× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম কোটিপতির দেখা পেলো কেবিসি

বিনোদন

বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

চলতি মৌসুমের প্রথম কোটিপতির দেখা পেয়েছে ‘কৌন বনেগা  ক্রোড়পতি’ (কেবিসি)। ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কেবিসির শুক্রবার রাতের বিশেষ পর্বটিকে অসাধারণ করে তোলা সেই কোটিপতি প্রতিযোগীর নাম সনোজ রাজ। অনুষ্ঠানটিতে দেখা গেছে, এবার এই প্রতিযোগিতায় ১৬টি প্রশ্নের মুখোমুখি হওয়া প্রথম প্রতিযোগী তিনি। বিহারের জেহানাবাদের বাসিন্দা সনোজ রাজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সনোজকে এক কোটি রুপি জিতিয়ে দেয়া প্রশ্নটি ছিল, ভারতের কোন প্রধান বিচারপতির পিতা কোন ভারতীয় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন?’ প্রশ্নটির উত্তর দেয়ার জন্য সনোজ তার চূড়ান্ত লাইফলাইন ব্যবহারের সিদ্ধান্ত নেন। এরপরই জিতে নেন এক কোটি রুপি। তবে খেলার সাত কোটি রুপি মূল্যের চূড়ান্ত প্রশ্নে আটকে যান সনোজ। সনোজ তার জ্ঞান, মেধা আর প্রতিভা দিয়ে কেবিসির সঞ্চালক  অমিতাভ বচ্চনকে মুগ্ধ করেছেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর