× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ২৫

অনলাইন

লক্ষ্মীপুর প্রতিনিধি
(৪ বছর আগে) সেপ্টেম্বর ১৪, ২০১৯, শনিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এসময় ১০ খেলোয়াড়সহ অন্তত ২৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। শনিবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বনাম দালাল বাজার ইউনিয়নের মধ্যে খেলা হচ্ছিল। খেলার শেষ পর্যায়ে ভবানীগঞ্জ ইউনিয়ন ২-০ শুন্য খেলা এগিয়ে ছিল। এক পর্যায়ে মাঠে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
এতে দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুজনের নেতৃত্বে বহিরাগতরা ভবানীগঞ্জ দলের খেলোয়াড়দের ওপর হামলা করে।  এসময় দু-পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ভবানীগঞ্জ দলের ১০ খেলোয়াড়সহ উভয়পক্ষের  কমপক্ষে ২৫জন আহত হয়। আহতদের জাকির হোসেন,সোহাগ,তাওহিদুল ইসলাম,নাইম হোসেন,সাইফুল্লাহ,ইউসুফ হোসেন,ফারুক হোসেন, আকরাম হোসেন ও সিরাজ উদ্দিনকে  সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কথা স্বীকার করে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান আরমান শাকিল জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষ খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল হাসপাতালে আহতদের দেখতে গিয়ে জানান, যারা এ হামলার সাথে জড়িত। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর