× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যান সিটিকে হারিয়ে নরউইচের ‘অঘটন’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, সোমবার

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলো নরউইচ সিটি। দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা দলটি শনিবার ৩-২ গোলে টানা দু’বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়। ইপিএলে ছয় বছর পর সিটিজেনদের হারালো নরউইচ। ২০১৩ সালে ইতিহাদ স্টেডিয়ামে সবশেষ জয়টিও তারা পেয়েছিল ৩-২ গোলে।
ঘরের মাঠে ৩০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় নরউইচ। ১৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ক্যানি ম্যাকলিন। দশ মিনিট পর তিমো পুকির অ্যাসিস্টে ব্যবধান বাড়ান টড ক্যান্টওয়েল। বিরতির আগে এক গোল শোধ করেন সার্জিও আগুয়েরো। চলতি মৌসুমে এ নিয়ে ৭ গোল করলেন ম্যান সিটির এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নরউইচের পক্ষে ব্যবধান ৩-১ বানিয়ে ফেলেন ফিনল্যান্ডের স্ট্রাইকার পুকি। ৬ গোল আর ২ অ্যাসিস্টে চলতি মৌসুমের অন্যতম সেরা পারফরমার তিনি। ৮৮তম মিনিটে ম্যান সিটির ব্যবধান কমিয়ে আনেন রদ্রি। আর ম্যাচের পর গার্দিওলা বলেন, ‘নরউইচকে অভিনন্দন। তাদের প্রথম গোলটা সেট-পিস থেকে, দ্বিতীয় গোলটি কাউন্টার অ্যাটাকে। সুতরাং তাদের ক্রেডিট দিতেই হবে। তারা খুব নিখুঁত ছিল আজ।’ ৫ ম্যাচে এটি নরউইচের দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে তারা রয়েছে দ্বাদশ স্থানে। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ম্যান সিটি দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে লিভারপুল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর