× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) সেপ্টেম্বর ১৬, ২০১৯, সোমবার, ৯:৫০ পূর্বাহ্ন

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রহিম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, নিহত রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। রহিম জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ৮ মামলার আসামি আবদুর রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় রহিম ও তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে আবদুর রহিম গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর