× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল পাকুন্দিয়া পৌরসভা চ্যাম্পিয়ন

খেলা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসদরের পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া পৌরসভা একাদশ বনাম এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে এ ফাইনাল খেলা হয়। চরম উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল খেলায় এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাকুন্দিয়া পৌরসভা একাদশ। খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। জনপ্রিয় খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শক মাঠের চারপাশে অবস্থান নেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর