× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিরাজগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার

সিরাজগঞ্জে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে অফিসে ডেকে এনে পুলিশে সোপর্দ করেছেন সিভিল সার্জন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাসুদ ইকবাল গাজীপুরের রাজেন্দ্রপুরের ইজ্জত আলীর ছেলে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার শেরনগরে ইউনাইটেড হাসপাতালে একজন ভুয়া এমবিবিএস ডাক্তার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিচ্ছেন এমন একটি সংবাদের অনুসন্ধানে নামে সিভিল সার্জন অফিসের একটি টিম।
অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সকালে ভুয়া ডাক্তার মাসুদ ইকবালকে অফিসে ডেকে আনা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তথ্যের নানা গরমিল পাওয়ায় এবং তার সরবরাহকৃত এমবিবিএস সার্টিফিকেটের ফটোকপিটি জাল বলে প্রমাণিত হয়। এছাড়াও তার নিবন্ধন নম্বরটিও ওয়েব সাইটের কোথাও পাওয়া যায়নি। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর