× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অনশনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা, এক জন অসুস্থ

অনলাইন

বশেমুরবিপ্রবি সংবাদদাতা
(৪ বছর আগে) সেপ্টেম্বর ২০, ২০১৯, শুক্রবার, ৫:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে টানা ২৪ ঘন্টা ধরে আন্দোলন ও অনশনে করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।  প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে এই অনশন কর্মসূচি পালন করছেন। অনশনে অংশগ্রহণরত এক শিক্ষার্থী বলেন, জাতির পিতার জন্মভূমিতে তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো দুর্নীতিবাজকে দেখতে চাই না। নিয়োগ দুর্নীতি, ভর্তি দুর্নীতিসহ মোট ২০ টি কারণে আমরা ভিসির পদত্যাগ চাই। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান অনশনরত শিক্ষার্থীরা। এদিকে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন এক শিক্ষার্থী। বর্তমানে তিনি গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি এক শিক্ষার্থী বহিষ্কার করে আলোচনায় আসে বশেমুরবিপ্রবি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর