× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

পারিসের টেক্সওয়ার্ল্ডে ১৬ কোম্পানির অংশগ্রহণ

অনলাইন

অর্থনৈতিক রিপোর্টার
(৪ বছর আগে) সেপ্টেম্বর ২১, ২০১৯, শনিবার, ৬:৪১ পূর্বাহ্ন

পারিসের টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে বাংলাদেশি ১৬টি কোম্পানি অংশ নেয়। অ্যাপারেল সোর্সিং প্যারিস ইউরোপের সবচেয়ে বড় গার্মেন্ট সোর্সিং প্রদর্শনী। যেখানে ৭০০ প্রদর্শক যোগ দেন। এই প্রদর্শনী ধারাবাহিকভাবে পোশাকের জন্য বিভিন্ন সোর্সিং, যেমন নিটওয়ার, ক্যাজুয়ালওয়ার, স্পোর্টসওয়ার, আউটারওয়ার, এবং করপোরেটওয়ার নিয়ে বিখ্যাত। মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত প্রদর্শনীটি প্যারিসে শুরু হয় ১৬ই সেপ্টেম্বর থেকে। এবারের প্রদর্শনীতে অ্যাপারেল সোর্সিং আর লেদার ওয়ার্ল্ডের সঙ্গে মিলে মোট ১ হাজার ৭৯৯ জন প্রদর্শক অংশ নিচ্ছেন। এখনো পর্যন্ত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৯ হাজারের বেশি দর্শক।
এই প্রদর্শনী ১০ বছরেরও বেশি সময় ধরে এথিকাল ফ্যাব্রিক এবং টেকসই ফ্যাশনের উন্নয়নে কাজ করে। টেক্সওয়ার্ল্ড ডেনিম প্যারিস এবারে এক ছাদের নিচে নিয়ে আসে আন্তর্জাতিক মানের ডেনিম টেক্সটাইলস এবং ডেনিম কাপড় প্রস্তুতকারকদের।

যাবের অ্যান্ড যুবায়েরের ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার কেয়ারের সিনিয়র ম্যানেজার অনল রায়হান জানান, আমাদের পণ্য এখানে যেরকম সাড়া ফেলেছে তা নিয়ে আমরা খুবই আনন্দিত। তাই এই প্রদর্শনী আমরা বাদ দিতে চাই না। টেক্সওয়ার্ল্ডই আমাদের সুযোগ দিয়েছে নতুন ক্রেতাদের সঙ্গে একছাদের নিচে মুখোমুখি হবার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর