× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

যমুনায় নৌকা ডুবি, নিহত ১

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) সেপ্টেম্বর ২২, ২০১৯, রবিবার, ৩:০৩ পূর্বাহ্ন
প্রতীকী ছবি

যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় আবদুল জলিল নামে এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর কালিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জলিল উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ পাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল ঘাট থেকে আজ সকাল ১১টার দিকে একটি নৌকা ৩০-৪০ জন লোক এবং ধান, পাট, কলাইসহও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যমুনা নদী হয়ে গোবিন্দাসী হাটের দিকে রওনা দেয়। নৌকাটি কালিপুর নামক স্থানে এসে পৌঁছলে অতিরিক্ত বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকার সমস্ত লোকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। আবদুল জলিল ডুবে যায়। পরে খোঁজাখুজি করে তার লাশ উদ্ধার করা হয়।

গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে যায়।
এতে আবদুল জলিল মারা গেলেও অন্যরা সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান। তবে নৌকার ধান, পাট, কলাইসহ অন্যান্য জিনিসপত্র পানির নিচে নৌকাতেই রয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর