× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

টেকনাফে আটক রোহিঙ্গা দম্পতি গুলিতে নিহত

বাংলারজমিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার

এবার কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আটকের পর এক রোহিঙ্গা দম্পতি পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি থ্রিকোয়ার্টার, ৮টি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আহত ৩ পুলিশ সদস্য হচ্ছেন- এএসআই নিজাম, কনস্টেবল শাহাদত ও কনস্টেবল সুদর্শন। নিহত দম্পতি হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি মতে পুলিশ ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়।
এ সময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর