× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গোয়াইনঘাটে পুলিশের ওপর আসামিদের হামলা

বাংলারজমিন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার

গোয়াইনঘাটে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আসামিদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে সিলেট পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এয়ারপোর্ট থানার জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গেলে ওই বাড়ির ঘর থেকে মহিলারা পুলিশের উপর প্রথমে মরিচের গুঁড়া মিশ্রিত পানি নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান ঘরের ভিতরে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারে চেষ্টা চালালে বাড়ির এবং আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। ডাকাত পড়েছে বলে এলাকার মসজিদে মাইকিং করে মানুষকে জড়ো করতে থাকে। শনিবার রাত ১টা ৩০ মিনিটের সময় গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়নের বাদেপাশা গ্রামে পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে। এদিকে এসময় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহমান কৌশলে ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ.এস.আই ছায়েদুর, এ.এস.আই আব্দুল বারেক, কনস্টেবল আব্দুল হালিম, রুমন মিয়া, মো. জাকারিয়াসহ পুলিশ সদস্যরা পুরো বাড়ি কর্ডন করে রাখলে অপরাধী আব্দুর রহমানের আত্মীয় স্বজনসহ সংঘবদ্ধ জনতা বলে থানা পুলিশের উপর নির্মম হামলা চালানো হয়।
এ সময় হামলায় মারাত্মক আহত হন এ.এস.আই বারেক মিয়া, কনস্টেবল আব্দুল হালিম, রুমন মিয়া, জাকারিয়া। তাদেরকে উদ্ধার করে সিলেটের পুলিশ লাইন হাসপাতালে এবং এ.এস.আই ছায়েদুর রহমানকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ধৃত আসামি আব্দুর রহমানও আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অপরাধীদের দ্বারা গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ১নং রুস্তমপুর ইউনিয়নের বাদেপাশা গ্রামের বাসিন্দা এয়ারপোর্ট থানার জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহমান দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর থাকলেও বারবার সে আত্মগোপনে চলে যায়। ঘটনার সময় সে নিজ ঘরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে থানার এ.এস.আই ছায়েদুর, এ.এস.আই আব্দুল বারিকসহ পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করলে অপরাধী আব্দুর রহমানের বাড়ীর মহিলা প্রথমে মরিচের গুড়ু মিশ্রিত পানি দিয়ে পুলিশ সদস্যদের কাছ থেকে ধৃত আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে গ্রামের মসজিদে মাইকিং করে জনতা বলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় পুলিশ একটি এ্যাসল্ট মামলা দায়ের করেছে। জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর