× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সাংহাই ওপেনেও অপ্রতিরোধ্য মেদভেদেভ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, সোমবার

পরের প্রজন্মের আগমনী বার্তা পাওয়া গিয়েছিল আসরের কোয়ার্টার ফাইনালে। সাংহাই ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ ও রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী রজার ফেদেরার। এবারের শিরোপার লড়াইটি ছিল আলেকজান্ডার জভরেভ ও দানিল মেদভেদেভের। এটি সাংহাইয়ে ১০ বছরে প্রথমবার অনূর্ধ্ব-২৪ বয়সী দুই তারকার শিরোপার লড়াই। আল লড়াই শেষে শিরোপা কুড়ান রুশ তারকা মেদভেদেভ। আসরে সবশেষ ২০০৯’র ফাইনালে মুখোমুখি হন সার্বিয়ার ২২ বছর বয়সী তারকা নোভাক জকোভিচ ও ফ্রান্সের ২৩ বছর বয়সী গায়েল মনফিলস। রোববার  ফাইনালে ৭৩ মিনিটের প্রায় একতরফা লড়াইয়ে ২৩ বছর বয়সী জার্মান তারকা জভরেভকে মেদভেদেভ হারান ৬-৪, ৬-১ গেমে। ৫ বারের সাক্ষাতে জভরেভের বিপক্ষে মেদভেদেভের এটি প্রথম জয়।

বছরটা দুর্দান্ত কাটছে দানিল মেদভেদেভের।
যে কোনো টনিস খেলোয়াড়ের তুলনায় এবার সবচেয়ে বেশি ফাইনালে খেলেছেন তিনি। শেষ ৬ টুর্নামেন্টেই ফাইনালের কৃতিত্ব দেখালেন ২৩ বছর বয়সী এ রুশ তারকা। চলতি বছরে জিতলেন চতুর্থ শিরোপা। আগস্টে সিনসিনাটি জেতার পর টানা দ্বিতীয় এটিপি মাস্টার্স শিরোপা ঘরে তুললেন মেদভেদেভ। ফাইনাল শেষে তিনি বলেন, ‘সত্যি এক কথায় অসাধারণ। ট্যুরে সবচেয়ে বেশি সম্মানজনক শিরোপা এটি। নিজেকে বলেছি সব সময় উপভোগ করতে। শান্ত থেকেছি আর নিজের কাজটা ঠিকমতো করার চেষ্টা করেছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর