× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ আত্মসাতের অভিযোগে এমপি মোশারফের ক্ষোভ

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের নামে টিআর এবং কাবিখা প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গণমাধ্যমকে তিনি লিখিতভাবে জানিয়েছেন, যে সকল প্রকল্প কাহালু নন্দীগ্রাম উপজেলায় দেয়া হয়েছিলো সেগুলো যথাযথভাবেই বাস্তবায়ন করা হয়েছে। তিনি লিখিত প্রতিবাদে আরো জানান, যদি টিআর কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাৎ করেই থাকি তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কিভাবে সেই কাজের অর্থ ছাড় দিলেন? বিষয়টিকে তিনি সরকার দলের কিছু নেতা উপনেতার চক্রান্ত বলে উল্লেখ করেছেন। এছাড়াও কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি থেকে নির্বাচিত ওই সংসদ সদস্য আরো উল্লেখ করেন, এর আগের সংসদ সদস্যের সময় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের চিহ্নিত কিছু নেতা এসব প্রকল্পে ব্যপক দুর্নীতি করেছে। আমি নির্বাচিত হওয়ার পরে এসব প্রকল্প থেকে অর্থ আত্মসাত করতে পারছে না। ফলে তারা আমার নামে মিথ্যা এবং ভুয়া অভিযোগ তুলছে। যে অভিযোগগুলোর কোন ভিত্তি নেই। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন বিষয়গুলো তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
তিনি সরকার দলের এসব চিহ্নিত নেতাদের কু-রুচি পূর্ণ কার্যকলাপ থেকে বিরত থেকে এলাকার উন্নয়নে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর