× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের সংবাদ সম্মেলন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৬ অক্টোবর ২০১৯, বুধবার

কার্গো হ্যান্ডলিং কাজের বর্তমান টেন্ডার স্থগিত করে নতুন টেন্ডার আহ্বান ও মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, জিয়াউর রহমান, বাবু সরদার প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, অনেক বছর যাবৎ বেনাপোল স্থল বন্দরের শ্রমিকরা সুষ্ঠুভাবে কার্গো লোড-আনলোডের কাজ করে আসছে। কিন্তু ঠিকাদাররা খুব কম মজুরি প্রদান করে। নিম্ন মজুরি হওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবি জানান তারা। এ ছাড়াও শ্রমিকরা মালামাল ওঠানো-নামানোর সময় আহত হন। এ সময় তাদের দ্রুত সুচিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ও  বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ আগামী ২৭শে অক্টোবর বেনাপোল কার্গো হ্যান্ডলিং কাজের জন্য টেন্ডার আহ্বান করেছে।

তার প্রাক্কলিত দর ভোমরা, তামাবিল এবং নাকুগাঁও স্থল বন্দরের তুলনায় অনেক কম। এ কারণে বৈষম্যমূলক বর্তমান টেন্ডারটি স্থগিত করে প্রাক্কলিত দর বৃদ্ধি করে টেন্ডার আহ্বানের দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর