× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সোনাইমুড়ীতে স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাংলারজমিন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, বুধবার

সোনাইমুড়ীর কাশিপুর গ্রামের আলোচিত মঈন উদ্দিন সাদ্দামকে (২৭) গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার বিচার ও মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী আসমা আক্তার।
গতকাল বেলা ১২টার দিকে বৃহত্তম সোনাইমুড়ী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আসমা আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৩শে অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর মধ্যপাড়া গ্রামে আমার স্বামী মঈন উদ্দিন সাদ্দামকে তার বাড়ির উঠানে প্রকাশ্যে দিবালকে আমার শশুর মোস্তফা চৌধুরীর নির্দেশে আমার বড় ননদ কুলছুম আক্তার ধনি, শাশুড়ি রায়হান আরা বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ করে। এ সময় আমার চিৎকার শুনে এলাকাবাসী আসার আগেই তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। পরে এলাকাবাসী ও খালাতো দেবর কাইয়ুম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করে। ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আমার স্বামী সাদ্দাম ১৩শে নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরদিন আমি বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৩ জনকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করি। মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে।
আমি ও আমার শিশুকন্যা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর