× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে দীপকের মৃত্যু

বাংলারজমিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, বুধবার

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের ব্যবসায়ী দীপক মজুমদার (৩৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সকাল ৬টার দিকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীপক মজুমদার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা ও মান্দারী বাজারের জয়দুর্গা মেডিকেল হল এর মালিক গোপাল মজুমদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ই অক্টোবর দীপক মজুমদার  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে মাইজদী প্রাইম হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রীন লাইফ হাসপাতালে সিসিইউতে চিকিৎসা দেয়া অবস্থায় গতকাল সকাল ৬টার দিকে মারা যান তিনি। সরজমিন মান্দারী বাজারের জয়দুর্গা মেডিকেলে গিয়ে দেখা গেছে একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন গোপাল মুজমদার। আত্মীয়-স্বজনসহ পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।
স্থানীয়রা জানান, মান্দারী ইউনিয়নে কোনো মশক নিধক স্প্রে ছিটানো হয়নি। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাই দ্রুত মান্দারী ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্প্রে ছিটানোর দাবি জানান তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর