× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সাতক্ষীরা ও বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাংলারজমিন

সাতক্ষীরা প্রতিনিধি:
১৬ অক্টোবর ২০১৯, বুধবার

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ  উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে শেষ হয়। পরে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ পালনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা জেলার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লাভলী কামালসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি দপ্তর এর দপ্তর প্রধানগণ এবং সাতক্ষীরা জেলার বেসরকারি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যেমন-ব্র্যাক ওয়াশ, ওয়াল্ড ভিশন, নবযাত্রা, পল্লীচেতনা,
সিএনআরএস, ঋষি ফাউন্ডেশন, সুশীলন, হাইসওয়া, নওবেকী গণমুখী ফাউন্ডেশন, উত্তরন, এসকেএস ফাউন্ডেশন, কেয়ার বাংলাদেশ, অন্যান্য উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।  
বাগেরহাট প্রতিনিধি: “সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন’ বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র‌্যালিতে জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদত হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি. ডা. প্রদীপ কুমার বকসী প্রমুখ। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি  স্টল প্রদর্শিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর