× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দৌলতপুরে বন্যার পানি কমলেও বেড়েছে মানুষের দুর্ভোগ

বাংলারজমিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, বুধবার

 দৌলতপুরে বন্যার পানি কমলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। পানিবন্দি মানুষের ঘর-বাড়ি থেকে পানি নেমে গেলেও কাদা-পানির মধ্যে বসবাস করছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি সংস্কারের পাশাপাশি কৃষিকাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন অনেক কৃষক। উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রাম বন্যাকবলিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে ১৫ হাজার পরিবার। প্রায় ৫ হাজার পরিবার কোমর ও হাঁটুর পানির মধ্যে অবস্থান নেয়। চলাচলের একমাত্র মাধ্যম ডিঙি’র ওপর নির্ভরশীল হয়ে পড়েন পানিবন্দি মানুষগুলো। গত এক সপ্তাহ ধরে বন্যার পানি কমতে থাকায় বন্যাকবলিত পানিবন্দি মানুষগুলো নতুন করে দুর্ভোগে পড়েন।
কাদা-পানির মধ্যে কষ্টে বসবাসের পাশাপাশি দুর্বিসহ জীবন যাপন চলছে বন্যাকবলিতদের। এদিকে বন্যার পানি কমতে থাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, বন্যার পানি কমেছে। ঘর-বাড়ি থেকে পানি নেমেছে। তবে নতুন করে বন্যাকবলিত মানুষগুলোর দুর্ভোগ বেড়েছে। কাদা-পানির মধ্যে এখন তাদের বসবাস করতে হচ্ছে। পানি বাহিত রোগ ছড়িয়ে না পড়লেও দুই একজন করে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। তবে তা সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষি আবাদী জমি থেকে পানি নেমে চাষযোগ্য হলেও কৃষকরা নতুন করে কৃষিকাজে ব্যস্ত হবেন সে দিনের অপেক্ষায় রয়েছেন।
চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার কমতে থাকায় কৃষি নির্ভর চিলমারীবাসী নতুন উদ্যোমে কৃষি কাজের প্রস্তুতি নিচ্ছেন। তবে এবারের বন্যায় উঠতি ফসলসহ বাড়ি-ঘরের যে পরিমাণ ক্ষতি হয়েছে সরকারী সহায়তা তা পূরণ করা সম্ভব নয়। গতকাল দৌলতপুর উপজেলা কনফারেন্স কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বন্যা কবলিত এলাকার ক্ষতির কথা উল্লেখ করে বলেন, এবারের বন্যায় রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে প্রায় ১২ কোটি টাকার ফসল বিনষ্ট হয়েছে। অন্যান্য ক্ষতি হয়েছে ১০ লক্ষাধিক টাকার। বন্যার পানি কমছে। এখন বন্যাকবলিত বিশেষ করে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের মানুষের পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে সেজন্য একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।      
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর