× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

বাংলারজমিন

শেরপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

শেরপুরের নালিতাবাড়ীতে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে আয়োজিত ওই সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিছুর রহমান ও ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা সেক্টর কমান্ডার ডিআইজি ভিজে কুমার থাপালিয়াল। সীমান্ত সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সীমান্তের বিভিন্ন সমস্যাদি সুষ্ঠুভাবে সমাধানকল্পে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে এ অঞ্চলে গত এক বছরে কোনো সীমান্ত হত্যা না থাকায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে ওই ধারাবাহিকতা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ হন। এছাড়াও ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে বাহিনীদ্বয়ের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলার বিষয়েও আলোচনা করা হয়। ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশ গ্রহণে অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সমাপ্ত হয়। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌজন্য উপহার তুলে দেয়া হয়। সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা বিজিবির অধিনায়কসহ ২৩ জন কর্মকর্তা এবং ভারতের বিএসএফের ২৩ জন প্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর