× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রংপুর বিভাগে ৩টি ট্রেন উদ্বোধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

রংপুর বিভাগে ৩টি ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নেড়ে ও বাঁশিতে ফুঁ দিয়ে ৩টি ট্রেনের উদ্বোধন করা হয়। ট্রেনগুলো হলো-কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে নতুন কুড়িগ্রাম এক্সপ্রেস, নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস। এ ৩টি ট্রেনের নতুনভাবে যাত্রা শুরু হওয়ায় রংপুর বিভাগে রেল যোগাযোগের উন্নয়নে কিছুটা অগ্রগতি হলো বলে মনে করছেন এলাকার মানুষ। এ কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগের রেলের কার্যক্রম নিয়ে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রংপুর রেলস্টেশনে ভিডিও কনফারেন্সে অংশ নেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাতার হোসেন মণ্ডল মওলা, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর