× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কয়লা চুরির মামলায় বড়পুকুরিয়ার সাবেক এমডিসহ ৩ জন কারাগারে

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে
১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা চুরির ঘটনায় দুদকের দায়ের করা মামলায় সাবেক এক এমডিসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভূঞা এই আদেশ প্রদান করেন। তিনি মামলার অন্য বাকি ২০ জন আসামির জামিন মঞ্জুর করেন। ২৩ আসামির  মধ্যে সাবেক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম খাদেমুল ইসলাম, মহাব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ টন কয়লা (যার আনুমানিক মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার পাঁচশ’ এক টাকা চুরাশি পয়সা) আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক। গত ২০০৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ সালের ১৯শে জুলাই পর্যন্ত ১৪৩৭২৭.৯২ টন কয়লা চুরি হয় বড়পুকুরিয়া কয়লা খনি থেকে। এই ঘটনায় বড়পুকুরিয়া কল মাননিং কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনিসুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের ২৪শে জুলাই পার্বতীপুর থানায় ১টি মামলা করেন। মামলাটি পরবর্তীতে দুদকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পরে মামলাটি দুদকের উপ-পরিচালক সামসুল আলম তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করেন। গত ২৪শে জুলাই মামলাটির অভিযোগপত্র আদালতে প্রদান করা হয়। আসামিরা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তদন্তে পাওয়া গেছে বলে অভিযোগপত্রে বলা হয়। এই অভিযোগপত্রে এজাহারনামীয় ছাড়াও ৯ জনকে যুক্ত করা হয় এবং তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় ৫ জনকে আসামি থেকে বাদ দেয়ার কথা বলা হয়।
দুদক তদন্ত শেষে ১ বছর পর ২৪শে জুলাই ২০১৯ তারিখে আদালতে চার্জশিট দাখিল করে। সেই থেকে অভিযুক্তরা আদালতে হাজির হয়নি। এরই ফলে গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গতকাল বুধবার আসামিরা জামিনের জন্য আবেদন করলে ২০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর