× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সড়কের দুই পাশে ট্রাক বাস রেখে চাঁদাবাজি করা হয় : শামীম ওসমান

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘পদ্মা সেতুর কাজ শেষ হলে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে তিনগুণ চাপ বাড়বে। তখন মুক্তারপুর হতে পঞ্চবটি পর্যন্ত ফ্লাইওভার করলেও কোন কাজ হবে না যদি বাকি সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে। সড়ক শুধু চওড়া হলেই হবে না এ সড়কের দুই পাশে এলোপাথারি ট্রাক ও বাস রেখে সেখান থেকে চাঁদাবাজি করা হয়। কিছু ধান্দাবাজ চাঁদাবাজির এ কাজটি করছে। হয়তো তারা আমার নাম ভাঙায় কিংবা প্রশাসনের কারো নাম ভাঙায়। এগুলো দূর করতে হবে। গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভার উদ্বোধন শেষে সাংসদ শামীম ওসমান একথা বলেন। তিনি আরও বলেন, রাস্তা করাটাতো মুখ্য বিষয় না।
রাস্তাটা জনগণের জন্য উন্মুক্ত রাখাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন কোন একটি জিনিস হয়ে যায় যেমন ডিএনডি প্রকল্প। আমাদের ডিএনডি প্রকল্পের ৯৯টি খাল উদ্ধার করতে সরকারকে বেগ পেতে হয়েছে। ডিএনডি প্রকল্পে যদি খালগুলো উন্মুক্ত থাকতো তাহলে কিন্তু এটা হত না। শামীম ওসমান বলেন, ‘আমাদের লিংক রোডটি ঠিক আছে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জের যে পুরনো রোডটি আছে সেটি দিয়ে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। পদ্মা সেতু হওয়ার পরে সেই রোডটিতে কিন্তু চাপ বাড়বে। তাই এইটার দিকে যদি একটু নজর দেওয়া হয়। আমরা ব্যাপারটাকে পার্লামেন্টে উঠাবো এবং এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাহায্য নিবো যাতে এই রাস্তাটা দ্রুত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর