× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

অভিযান অব্যাহত থাকবে

প্রথম পাতা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দুর্নীতি ও টেন্ডারবাজদের বিরুদ্ধে অভিযান চলছে। সন্ত্রাস দুর্নীতি ও টেন্ডারবাজ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। শান্তি স্থাপনের জন্য যখন যে পদক্ষেপ প্রয়োজন তখন সে পদক্ষেপ নেয়া হবে। গতকাল সকালে রামগড় উপজেলায় থানা ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজরা যতই প্রভাবশালী হোক না কেন কেউ আইনের হাত থেকে রেহায় পাবে না। থানা ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, পুলিশের চট্টগ্রামের রেঞ্জের  ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ। সাত কোটি পয়ত্রিশ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ করেন গণপূর্ত বিভাগ। থানা ভবন উদ্বোধন শেষে দুপুরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক  সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মন্ত্রী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর