× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

হাগিবিসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে জাপানি প্রধানমন্ত্রী

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার

শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৃহসপতিবার তিনি ফুকুশিমা ও মিয়াগি সফর করেন। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে দেশটিতে ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাড়ে তিনশ’ মানুষ। ফলে দেশটি বাধ্য হয়েছে সম্রাট নারুহিতোর রাজ্যাভিষেক উপলক্ষে নির্ধারিত প্যারেড বাতিল করতে। হাগিবিসকে বলা হচ্ছে, গত কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে দেশটিতে বড় ধরনের ভূমিধস, জলোচ্ছ্বাস ও বন্যা দেখা গেছে। প্রধানমন্ত্রী আবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে গিয়েছেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন।
একটি আশ্রয়কেন্দ্রে গিয়ে তিনি দুই বৃদ্ধাকে বলেন, আপনাদের জীবন পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে যা যা করা দরকার আমরা করবো। এসময় তাকে অনেকের সঙ্গে পাটিতে বসে কথা বলতে দেখা যায়।
ঘূর্ণিঝড়ে সব থেকে বেশি ক্ষতির শিকার হয়েছে ফুকুসিমা। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ২৮ জন। আবে সরকার জানিয়েছে, এই দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে সাড়ে ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে জাপান। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, তাদের এ বছর দুর্যোগ খাতে ব্যয়ের জন্য ৫০০ বিলিয়ন ইয়েন রিজার্ভ রয়েছে। প্রয়োজনে এই অর্থ আরো বৃদ্ধি করা হবে।  


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর