× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ইনজুরিতে তামিম

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার

দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবালকে দেখে অনেকেই অবাক। তারতো থাকার কথা ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে! জাতীয় ক্রিকেট লীগে সেখানে তার দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগের। তাহলে কি খেলছেন না তামিম? জানা গেল সকালেই মাঠে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার খেলা হয়নি পাঁজরের মাংসপেশীতে ব্যথার কারণে। ফতুল্লা থেকে ঢাকায় ফিরে এসে দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জিদুল ইসলাম খানকে। কী অবস্থা তামিমের? ফিজিও বলেন, ‘তামিম আজ (গতকাল) খেলতে গিয়েছিল কিন্তু তার পাঁজরের মাংসপেশীতে ব্যথা ছিল আগের দিন থেকেই। অপেক্ষা করেছে ব্যথা কমলে খেলার, কিন্তু তা হয়নি। কারণ খেললে হয়তো আরো ক্ষতি হতে পারতো।
আমি মনে করি না বড় কোন সমস্যা। ৭ দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। শঙ্কার কিছু নেই।’
ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই ফর্মে নেই তামিম ইকবাল। তারপরও দেশসেরা এ ওপেনারের ওপর ভরসা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব শেষ শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক করে পাঠানো হয় তাকে। কিন্তু তামিম সেখানেও ব্যর্থ দারুণভাবে। দল ফিরেছে হোয়াইট ওয়াশ হয়ে। এরপর জাতীয় দল থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান তিনি। চিন্তা ছিল বিশ্রাম নিয়ে ফিট হয়ে মাঠে ফেরার। ২১তম জাতীয় ক্রিকেট লীগ সামনে রেখে জোর অনুশীলনও শুরু করেন। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামেন চার দিনের ম্যাচ খেলতে। মিরপুর শেরেবাংলা মাঠে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসে ৩০ ও দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান। তাই দ্বিতীয় রাউন্ডে তার রানে ফেরা ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু তার আগেই ইনজুরির জন্য মাঠ থেকে ছিটকে পড়েন তিনি।
বড় চিন্তার কারণ হলো আগামী মাসেই ভারতে সফর। সেখানে বাংলাদেশ দল তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ভারতের মতো দলের বিপক্ষে অভিজ্ঞ তামিম ইকবালকে ফিট চাইবে দল। সেই সঙ্গে তার ফর্মে থাকাটাও জরুরী। তামিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জিদুল ইসলাম খান বলেন, ‘আসলে তামিম আপাতত তিন দিন অনুশীলন করতে পারবে না। এরপর ব্যাটিং করতে শুরু করতে কোনো সমস্যা নেই। কিছু দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ভারত সফরতো অনেক পরে। হাতে এখনো বেশ কিছু দিন সময় আছে। আশা করি ততদিনে তামিম ঠিক হয়ে যাবে। চিন্তা করার মতো বড় কিছু হয়নি।’
নিজেকে ফর্মে ফেরাতে বেশ মরিয়া তামিম ইকবাল। টেস্টে তিনি সবশেষ সেঞ্চুরি করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে। কিউইদের বিপক্ষে ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরি তার গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ২৪ ম্যাচে ৫টি ফিফটি হাঁকিয়েছেন শুধু। যার সর্বশেষটি এই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। টি- টোয়েন্টিতে তামিমের একমাত্র সেঞ্চুরি ২০১৬তে ওমানের বিপক্ষে। এরপর ২৬ ম্যাচে তার ফিফটি মাত্র ১টি। তাও গেল বছর ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে। বলতে গেলে তিন ফরমেটের ক্রিকেটেই দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগছেন তামিম ইকবাল। সঙ্গে ইনজুরিও ছিল। তাই ফর্মে ফিরতে ও নিজেকে ফিট করে তুলতে মাঠে খেলা ছাড়াও ব্যক্তিগতভাবেও কোচদের সঙ্গে কাজ করছিলেন তিনি। এখন দেখার বিষয় কত দ্রুত মাঠে ফিরেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর